মূল্যবৃদ্ধির জন্যই চাঙ্গা হচ্ছে না ভারতের অর্থনীতি, এডিবির পরে সতর্কবার্তা ডয়েশ ব্যাঙ্কের

এই পূর্বাভাসে আতঙ্কিত অর্থনৈতিক মহল।

September 23, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (এডিবি) পর বুধবার আরেক আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, ডয়েশ ব্যাঙ্ক ভারতীয় অর্থনীতি নিয়ে আশঙ্কার আভাস দিলো। এডিবির কথাই ধরে রেখে ডয়েস ব্যাঙ্কের বক্তব্য, মূল্যবৃদ্ধিই আশানুরূপ গতিতে ভারতের অর্থনীতি চাঙ্গা না হওয়ার অন্যতম কারণ।

সেপ্টেম্বর মাসে ভারতে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার আরও বাড়তে চলেছে, সতর্ক করেছে বুধবার ডয়েশ ব্যাঙ্ক। তাদের সমীক্ষা ও পূর্বাভাসে অনুযায়ী মূল্যবৃদ্ধির হার যদি ৭.৪ শতাংশে ওঠে, তা হবে গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ। পুর্বাভাস বলছে, এই ৬ শতাংশের উপরে থাকার প্রবণতা চলবে টানা ৮ মাস ধরে। ডয়েশ ব্যাঙ্ক আরও জানিয়েছে, কেন্দ্রের সরকার যদি সব্জি এবং খাদ্যপণ্যের দাম সরকার নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে মূল্যবৃদ্ধির হার হতে পারে আরও বেশি। অর্থাৎ, মোদী সরকার খাদ্যপণ্যের দামে লাগাম দিতে না পারলে আশঙ্কা করা হচ্ছে,আগামী দিনে মূল্যবৃদ্ধির হার ৮ শতাংশে পৌঁছে যেতে পারে , স্বভাবতই এই পূর্বাভাসে আতঙ্কিত অর্থনৈতিক মহল, প্রশ্নের মুখে বিজেপি সরকারে অর্থনৈতিক নীতি ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen