নিজেদের কেন্দ্রেই বিধানসভার ফল শোচনীয়, মন্ত্রিত্ব খোয়ালেন বাবুল, দেবশ্রী
বিজেপি হেরেছে পান্ডবেশ্বর, রানিগঞ্জ, জামুরিয়া, আসানসোল উত্তর, বারবনিতে।

মোদী-শাহের চাপে পদত্যাগ করতে হল কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী ও বাবুল সুপ্রিয়কে। প্রসঙ্গত, বাবুল আসানসোলের ২বার জেতা সাংসদ। ধারণা করে হচ্ছে, নিজেদের লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা আসনগুলোয় বিজেপির শোচনীয় পরাজয়ের শাস্তি হিসাবেই এই পদত্যগ। উল্লেখ কৰা যেতে পারে, বাবুল সুপ্রিয় (Babul supriyo) টালিগঞ্জে বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে সেখানেও বিপুল ভোটে হারেন।

কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর (Debasree Chaudhuri) রায়গঞ্জ লোকসভা আসনের অন্তর্গত সাতটি আসনে ফল খারাপ হয়েছে। লোকসভায় চারটি আসনে বিজেপি এগিয়ে থাকলেও বিধানসভা ভোটে জয় মিলেছে দুটিতে। বিজেপি (BJP) হেরেছে- ইসলামপুর, গোয়ালপোখোর, চাকুলিয়া করণদিঘি, হেমতাবাদে।
অন্যদিকে তাঁর আসানসোল লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভা আসনের ৫টিতে হেরেছেন বাবুল সুপ্রিয়। বিজেপি হেরেছে পান্ডবেশ্বর, রানিগঞ্জ, জামুরিয়া, আসানসোল উত্তর, বারবনিতে।