বালেশ্বর, পুরীর পর ফের ডবল ইঞ্জিন ওড়িশায় গায়ে আগুন দিয়ে আত্মঘাতী তরুণী

August 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩০: আবার ওড়িশা! ওড়িশায় ফের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক তরুণীর। বালেশ্বর, পুরীর পর এবার ওড়িশার কেন্দ্রপড়া জেলায় এক তরুণী গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন। গত ১২ জুলাই থেকে এক মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার এমন ঘটনা ঘটল। বুধবার বাড়ি থেকে তরুণীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। ঘটনার সময় কলেজছাত্রী বাড়িতে একাই ছিলেন। পরিবারের অভিযোগ, তরুণীর উপর মানসিক নির্যাতন চালাতেন তাঁর প্রেমিক।

জানা গিয়েছে, বুধবার সকালে কাথিয়াপাড়া গ্রামে ২০ বছরের ওই তরুণী গায়ে আগুন দেন। পুলিশ জানিয়েছেন, এক যুবকের সঙ্গে ওই তরুণীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই যুবক তাঁকে ব্ল্যাকমেল করছিলেন। সেই অবসাদেই তরুণী আত্মঘাতী হন। মৃতার বাবা অভিযোগ করেন, ছ’মাস আগেই ব্ল্যাকমেলের ব্যাপারে পুলিশে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কেন্দ্রপাড়ার পুলিশ সুপার সিদ্ধার্থ কাটারিয়া জানান, গোটা ঘটনার তদন্ত করা হবে।

উল্লেখ্য, প্রথমে ওড়িশার বালেশ্বরে কলেজের এক বিভাগীয় প্রধানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে ক্যাম্পাসেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেন এক ছাত্রী। ৯৫ শতাংশ দগ্ধ অবস্থায় ভুবনেশ্বর এইমসে তাঁর মৃত্যু হয়। তারপর পুরীতে এক কিশোরীও অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অভিযোগ, এক দল দুষ্কৃতী তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। দিল্লি এইমসে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়। এবার কেন্দ্রপড়ায় বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক তরুণীর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen