বঙ্কিম-মাস্টারদার পর এবার মাতঙ্গিনী হলেন ‘মাতা গিনি’? সংসদে নাম-বিভ্রাটে BJP-কে তুলোধোনা তৃণমূলের

December 11, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০২: সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের পর এবার মাতঙ্গিনী হাজরা (Matangini Hazra)। সংসদের শীতকালীন অধিবেশনে বাঙালি মণীষীদের নাম উচ্চারণে বিজেপি সাংসদদের বিভ্রাট যেন থামছেই না। বৃহস্পতিবার লোকসভায় বিজেপি (BJP) সাংসদ দীনেশ শর্মার মুখে বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার নাম ‘মাতা গিনি হাজরা’ হিসেবে উচ্চারিত হতেই নতুন করে বিতর্কের ঝড় উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে ফের ‘বাংলা বিরোধী বহিরাগত’ তকমা দিয়ে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ শানাল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)।

‘বন্দে মাতরম’ গান সৃষ্টির ১৫০ বছর পূর্তি উপলক্ষে সংসদের চলতি শীতকালীন অধিবেশনে (Parliament Winter Session) বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে। কিন্তু আলোচনার মূল বিষয়ের চেয়ে বেশি চর্চায় উঠে আসছে বিজেপি সাংসদ ও মন্ত্রীদের একের পর এক নাম-বিভ্রাট। আলোচনার শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করায় সমালোচনার মুখে পড়েছিলেন। সেই রেশ কাটতে না কাটতেই মাস্টারদা সূর্য সেনকে শুধুই ‘মাস্টার’ এবং ‘বন্দে মাতরম’-কে ‘বন্দে ভারত’ বলে ফেলার অভিযোগ ওঠে গেরুয়া শিবিরের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সেই তালিকায় যুক্ত হল আরও এক লজ্জাজনক অধ্যায়। এদিন সংসদে বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি সাংসদ দীনেশ শর্মা (Dinesh Sharma) তমলুকের বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার প্রসঙ্গ উত্থাপন করেন। কিন্তু শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি উচ্চারণ করেন- ‘মাতা গিনি হাজরা’! একজন স্বাধীনতা সংগ্রামীর নামের এমন বিকৃতিতে মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে যায়। বাঙালি আবেগে এই আঘাত লাগতেই আসরে নামে তৃণমূল।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ (সাবেক টুইটার) বিজেপিকে তুলোধোনা করে তৃণমূল কংগ্রেসের তরফে লেখা হয়, ‘‘বিজেপি সাংসদ দীনেশ শর্মা সংসদে দাঁড়িয়ে মাতঙ্গিনী হাজরার নাম একেবারে কচুকাটা করে ফেলেছেন। এটা অত্যন্ত লজ্জার বিষয়! বাংলার সঙ্গে যে তাঁদের যোগাযোগহীনতার বহর আরও বাড়ছে, এই ঘটনাই তার প্রমাণ।’’

তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতারা বাংলার সংস্কৃতি, ইতিহাস এবং মণীষীদের সম্পর্কে নূন্যতম জ্ঞান রাখেন না। দীনেশ শর্মার মতো একজন বর্ষীয়ান রাজনীতিক, যিনি উত্তরপ্রদেশ সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তাঁর মুখে এমন ভুল মেনে নেওয়া যায় না। তৃণমূলের কথায়, ‘‘বাংলা বিরোধী বহিরাগতরা যখন অভিনয় করতে যান, তখন ফল এমনই হয়। যাঁরা বাংলার একজন শহিদের নামটুকুও সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না, তাঁদের মুখে দেশভক্তির কথা মানায় না।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen