বিহারের পর এ বার দিল্লিতেও SIR প্রক্রিয়া শুরু হয়ে গেল!

September 18, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:২০: বিহারের মতো গোটা দেশেই SIR হতে চলেছে সেটা আগেই স্পষ্ট করে দিয়েছিল নির্বাচন কমিশন। এবার রাজধানী দিল্লিতে সেই প্রক্রিয়া বকলমে শুরু হয়ে গেল। সংবাদ সংস্থা পিটিআই বুধবার সরকারি নির্দেশিকার উল্লেখ করে জানিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় দিল্লির যে ভোটারদের বা তাঁদের অভিভাবকদের নাম নেই তাঁদের পরিচয়পত্র দিতে হবে।

দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ ২৬ অক্টোবর পর্যন্ত। দিল্লির সিইও-র ওয়েবসাইটে ২০০২ সালের ভোটার তালিকা আপলোডও করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, কারও নাম না থাকলে তাঁদের বৈধ নথি প্রস্তুত রাখতে হবে। যাতে সমীক্ষার সময় সমস্যায় পড়তে না হয়। যার অর্থ বকলমে দিল্লিতেও SIR প্রক্রিয়া শুরু হয়ে গেল।

প্রসঙ্গত, এসআইআর-এর পর বিহারের খসড়া ভোটার তালিকায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। বিরোধী দলগুলি অভিযোগ করেছে, এই ৬৫ লক্ষের মধ্যে বহু বৈধ ভোটার রয়েছে। উল্লেখ্য, SIR নিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে। বিহারের ক্ষেত্রে কমিশন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য ১১টি নথির কথা প্রাথমিকভাবে ঘোষণা করেছিল। পরে নির্বাচন কমিশনের নির্দেশে প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ডও সংযুক্ত হয়েছে। যদিও সুপ্রিম কোর্ট এবং কমিশন স্পষ্ট করে দিয়েছে, আধার শুধুমাত্র পরিচয়পত্র, কোনওভাবেই নাগরিকত্বের প্রমাণপত্র নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen