বিজেপি-র রথযাত্রার পরই কালিম্পংয়ে পড়ল ‘ভাজপা হটাও’ পোস্টার

কালিম্পংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার সদস্যরা বলছেন, বিজেপি কোনও কাজ করে না। এরকম দল তাঁরা চাননা।

February 22, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সোমবার কালিম্পংয়ে (Kalimpong) বিজেপির রথযাত্রা (Rath Yatra) কর্মসূচির পর একটি সভা করা হয়। সেই সভাস্থলের আশপাশ ছেয়ে যায় বিজেপি বিরোধী পোষ্টারে। গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকরা বিজেপি-র পরিবর্তন যাত্রার পরই স্থানীয় নেপালি ভাষায় পোস্টার দিলেন, যে পোস্টারে লেখা ‘ভাজপা হটাও’ (Bhajpa Hatao)।

গোর্খা জনমুক্তি মোর্চার দাবি, পাহাড়ে কোনও প্রতিশ্রুতিই পূরণ করেনি বিজেপি (BJP)। কালিম্পংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার সদস্যরা বলছেন, বিজেপি কোনও কাজ করে না। এরকম দল তাঁরা চাননা।

আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সমর্থন করেছেন বিমল গুরুং (Bimal Gurung)।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen