কলকাতার নৈশভোজের পর আবার অমিত শাহের বাড়িতে ডিনারের আমন্ত্রণ সৌরভকে?

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ সেই সূত্রে আগামী ২৭ ও ২৯ মে গুজরাটে থাকতে পারেন । জানা যাচ্ছে সৌরভকে সেই সময়ই নাকি অমিত শাহর বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছে ।

May 21, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সৌরভ গঙ্গোপাধ্যায়, ছবি সৌঃ ANI

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতে স্বপার্ষদ নৈশভোজ খেতে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই নিয়ে বিস্তর জল্পনা হয়েছিল বাংলার রাজনীতিতে। জল্পনা শুরু হয়ে যায় সৌরভের রাজনীতিতে যোগ নিয়ে । এই আবহেই আবার জল্পনার সূত্রপাত হয়েছে আরেকটি খবরে, এবার নাকি অমিত শাহের বাড়ি থেকে আমন্ত্রণ পেয়েছেন সৌরভ!

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এবারের আইপিএলের একটি কোয়ালিফায়ার এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ সেই সূত্রে আগামী ২৭ ও ২৯ মে গুজরাটে থাকতে পারেন । জানা যাচ্ছে সৌরভকে সেই সময়ই নাকি অমিত শাহর বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছে । অমিত পুত্র জয় শাহ এবং সৌরভ দুজনেই ভাড়টিও ক্রিকেট বোর্ডের আধিকারিক। সেই সূত্রেই নাকি আমন্ত্রণ বলে জানা গেছে।

তবে সৌরভ আদৌ কি অমিত শাহ-জয় শাহের বাড়িতে আমন্ত্রণ রক্ষা করবেন? সেটাই দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen