‘দুর্গাপুজো’র পর এবার ইউনেস্কোর স্বীকৃতি জয় ‘দীপাবলি’র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাংলার ‘দুর্গাপুজো’। এবার আলোর উৎসব ‘দীপাবলি’র মুকুটেও যুক্ত হল সেই পালক। ইউনেস্কোর ‘ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ’-র তালিকায় নয়া সংযোজন ভারতের দীপাবলি উৎসব। এহেন স্বীকৃতিতে উচ্ছ্বসিত গোটা দেশ। আলোর উৎসব দীপাবলি, কালীপুজো বাংলাতেও মহাসমারোহে উদযাপিত হয়। ফলে দীপাবলির এহেন স্বীকৃতিতে খুশি আম বাঙালিও।
কলকাতার অন্যতম বিখ্যাত তথা প্রাচীন বারোয়ারি কালীপুজো, ফাটাকেষ্টর পুজোর আয়োজকরা অত্যন্ত খুশি এই খবরে। দীপাবলির এই স্বীকৃতি তাঁরা উদযাপন করবেন বলেই জানাচ্ছেন। উল্লেখ্য, ২০২১ সালের ১৫ ডিসেম্বর বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছিল। প্রতি বছরের মতো এবারেও ১৪ ডিসেম্বর-কে ফোরাম ফর দুর্গোৎসব স্বীকৃতি উৎসব উদযাপন করবে। দীপাবলির স্বীকৃতি প্রাপ্তির খবরে ফোরাম ফর দুর্গোৎসব রীতিমতো উচ্ছ্বসিত।
মনে করা হচ্ছে, দীপাবলি উৎসবের ইউনেস্কোর স্বীকৃতি প্রাপ্তি সমারোহে পালিত হবে বাংলায়। আগামী বছর আলোর উৎসব আরও রঙিন হয়ে উঠবে। ইউনেস্কোর স্বীকৃতিতে উৎসাহিত করবে উৎসব আয়োজক, পুজো উদ্যোক্তাদের। উল্লেখ্য, ইউনেস্কোর তালিকায় দুর্গাপুজো ছাড়াও কুম্ভ মেলা, গুজরাতের গরবা নাচ স্থান পেয়েছে। এবার দীপাবলি স্বীকৃতি পেল।