ভোট মিটতেই বাড়ল পেট্রল-ডিজেলের দাম

অপরদিকে কলকাতায় লিটার পিছু পেট্রলের দর হয়েছে ৯০ টাকা ৭৬ পয়সা এবং ডিজেল ৮৩ টাকা ৭৮ পয়সা। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল লিটার প্রতি ১৬ পয়সা কমেছিল পেট্রল এবং ডিজেল কমেছিল ১৪ পয়সা প্রতি লিটারে।

May 5, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

পশ্চিমবঙ্গ সহ চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটপর্ব মিটতেই ফের বাড়ল পেট্রল ও ডিজেলের (deiseal) দাম। মঙ্গলবার পেট্রল (petrol) লিটার প্রতি ১৫ পয়সা এবং ডিজেল লিটার প্রতি ১৮ পয়সা বেড়েছে। এনিয়ে ১৮ দিন পর বৃদ্ধি পেল জ্বালানি তেলের দাম। এদিন দাম বৃদ্ধির জেরে রাজধানী দিল্লিতে লিটার পিছু পেট্রলের দাম হয়েছে ৯০ টাকা ৫৫ পয়সা এবং ডিজেল ৮০ টাকা ৯১ পয়সা। অপরদিকে কলকাতায় লিটার পিছু পেট্রলের দর হয়েছে ৯০ টাকা ৭৬ পয়সা এবং ডিজেল ৮৩ টাকা ৭৮ পয়সা। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল লিটার প্রতি ১৬ পয়সা কমেছিল পেট্রল এবং ডিজেল কমেছিল ১৪ পয়সা প্রতি লিটারে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen