কল্যাণী লুমিনাস ক্লাবের পর এবার এই হেভিওয়েট দুর্গাপুজো রাজ্যপালের ‘দুর্গারত্ন’ প্রত্যাখ্যান করল
প্রথমে কল্যাণীর লুমিনাস ক্লাব এই পুরস্কার নিতে অস্বীকার করে।
October 26, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার রাজ্যপাল ঘোষণা করেন এই বছর ৪টি দুর্গাপুজো কমিটিকে ‘দুর্গা রত্ন’ পুরস্কার দেওয়া হবে সঙ্গে ৫ লক্ষ টাকা।
প্রথমে কল্যাণীর লুমিনাস ক্লাব এই পুরস্কার নিতে অস্বীকার করে। তারা বলে বাংলার প্রাপ্য ১০০ দিনের কাজের টাকা মানুষ পেলেই তবে পুনঃবিবেচনা করবে ক্লাব কতৃপক্ষ।
কল্যাণী লুমিনাস ক্লাবের পর এবার টালা প্রত্যয় রাজ্যপালের দুর্গারত্ন প্রত্যাখ্যান করল।