কলকাতা, হাওড়ার পর এবার হুগলিতেও পৌঁছবে মেট্রো! রচনার প্রস্তাবে মিলেছে কেন্দ্রের সম্মতিসূচক উত্তর

তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কি এবার হুগলিতে মেট্রো নিয়ে আসবেন?

December 24, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কি এবার হুগলিতে মেট্রো নিয়ে আসবেন? হুগলির সাংসদের আশা, কেন্দ্র যদি দয়া দেখায়, তাহলে হুগলিতেও মেট্রো চলবে। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় তেমনই ইঙ্গিত মিলছে।

হুগলি জেলা শাসক মু্ক্তা আর্যর সঙ্গে বৈঠক করেন রচনা। মেট্রো নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে রচনা বলেন, “মেট্রো যদি চুঁচুড়া ব্যান্ডেল পর্যন্ত আনতে পারি, মানুষের উপকার হয়। চিঠিপত্র চলছে। একটা বড় ব্যাপার। এটা কেন্দ্রের সাহায্য ছাড়া সম্ভব নয়। সেই বিষয় নিয়ে জেলাশাসকের সঙ্গে কথা হল। ডিএম বলেছেন তা যদি করা যায় তাহলে বহু মানুষ উপকৃত হবে।”

রচনা বলেন, “রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আমি চিঠি দিয়েছিলাম, উনি তার উত্তরও দিয়েছেন। সেটা সবথেকে বড় কথা। উনি বলেছেন কীভাবে এগোনো যায়, সেটা দেখছেন।” জমিও অধিগ্রহণের বিষয়ও দেখতে হবে, কীভাবে এগোনো যায়, কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে এই নিয়ে আলোচনা হয়েছে বলে জানান রচনা। সরাসরি ব্যান্ডেল নয়, শ্রীরামপুর-হাওড়া সংযোগকারী পথ তৈরি হবে। রচনার কথায়, “সবই কেন্দ্রের হাতে। তারা যদি একটু দয়াশীল হয়, দয়া দেখান, তাহলে আমরা লড়তে পারি। প্রধানমন্ত্রীর সঙ্গে এখনও কথা হয়নি।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen