বাড়ি ছাড়ার পর এবার দলত্যাগ! নাম-না করে নীতীশের কাছে কী প্রার্থনা লালু-কন্যা রোহিণীর

December 12, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪০: এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দ্বারস্থ হলেন লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিণী আচার্য। কিডনি দিয়ে বাবাকে বাঁচিয়েছিলেন রোহিণী। সেই রোহিণীর সঙ্গে এখন যাদব পরিবারের সম্পর্কের ফাটল ধরেছে। বিহারের বিধানসভা নির্বাচনে আরজেডি ও ইন্ডিয়া জোটের ভরাডুবির পর পাটনার বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলেন লালুর মেয়ে। নীতীশের কাছে এবার রোহিণীর আবেদন, সুনিশ্চিত করা হোক বিহারের সমস্ত মহিলারা যেন বাপের বাড়িতে সুরক্ষিত থাকতে পারেন।

নির্বাচনের ফলপ্রকাশের পরদিনই সমাজ মাধ্যমে রোহিণী অভিযোগ করেন, তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। তাঁর দিকে জুতোও তোলা হয়েছিল। রোহিণী লিখেছেন, “আমি আমার আত্মসম্মানের সঙ্গে আপস করিনি। সত্যকে বিসর্জন দিইনি। এই কারণে আমায় অপমান সহ্য করতে হয়েছে। গতকাল বাধ্য হয়ে এক অসহায় মেয়ে তাঁর বাবা-মা এবং বোনেদের ছেড়ে চলে এসেছে। আমাকে অনাথ করে দেওয়া হয়েছে।” পরদিনই লালুর আরও তিন মেয়ে রাজলক্ষ্মী, রাগিনী ও চান্দা সন্তানদের সঙ্গে নিয়ে পাটনার বাড়ি ছাড়েন।

এবার নীতীশের কাছে বিশেষ আবেদন জানালেন রোহিণী। X হ্যান্ডেলে তিনি লিখেছেন, ১০ হাজার টাকা বা সাইকেল দিয়ে মহিলাদের স্বনির্ভর হওয়ার পথের বাধা দূর করা যায় না। পরিবারের মধ্যে মহিলাদের যেসব সমস্যার মধ্যে পড়তে হয় সেগুলো দূর করার ব্যবস্থা করতে হবে। মহিলাদের জন্য বাপের বাড়ি সবসময় নিরাপদ আশ্রয়, তা নিশ্চিত করতে হবে। নাম না-করলেও নীতীশ প্রশাসনের উদ্দেশ্যেই এই বার্তা ছিল লালু-কন্যার। বাড়ি, পরিবার আগেই ত্যাগ করেছেন। এবার কি তাহলে নীতীশের দিকে পা বাড়াচ্ছেন রোহিণী? দলবদল কি আসন্ন?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen