Maradona-র পর এবার শিল্টনের জার্সি নিলামে, কেমন উঠতে পারে দর?

দিয়েগো আর্মান্দ মারাদোনা(Diego Maradona), ফুটবল বিশ্বে এটি শুধু একটি নাম নয় এক বিপ্লব। যিনি ফুটবল বিশ্বে পরিচিত ‘হ্যান্ড অব গড'(Hand of God) নামে।

July 22, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪০: দিয়েগো আর্মান্দ মারাদোনা(Diego Maradona), ফুটবল বিশ্বে এটি শুধু একটি নাম নয় এক বিপ্লব। যিনি ফুটবল বিশ্বে পরিচিত ‘হ্যান্ড অব গড'(Hand of God) নামে। ১৯৮৬ বিশ্বকাপের(86 football World Cup) কোয়ার্টার ফাইনাল। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের(Argentina vs England) ম্যাচ চলছে মেক্সিকো সিটিতে। রাজনৈতিক আবহে গরম ছিল মাঠের বাইরের পরিবেশ। কারণ তার চার বছর আগেই ফকল্যান্ড যুদ্ধের পর এই প্রথম মুখোমুখি হয়েছিল দুই দেশ।

সেই রুদ্ধশ্বাস ম্যাচেই জন্ম নেয় ফুটবল ইতিহাসের অন্যতম এক বিতর্ক। সেই সময়ের দৃশ্যটা ঠিক এমন ছিল যে, ইংল্যান্ডের তৎকালীন গোলরক্ষক পিটার শিল্টন(Peter shiltons)গোলপোস্ট ছেড়ে এগিয়ে আসছেন মারাদোনা হঠাৎ বাঁ হাত দিয়ে বল জালে ঠেলে দিলেন। রেফারি বা লাইনসম্যান কিছুই দেখলেন না।

দ্বিতীয় গোলটিতে তিনি একাই প্রায় মাঝমাঠ থেকে দৌড়ে, একে একে কাটিয়ে গেলেন পাঁচজন ইংরেজ ডিফেন্ডারকে—ফুটবলবিশ্বের চোখ ধাঁধানো সেই গোল আজও ‘সর্বকালের অন্যতম সেরা’ হিসেবে গণ্য হয়।

সমাজের একাধিক পুরনো দুর্মূল্য জিনিস হামেশাই নিলামে বেশ চড়া দামে বিক্রি হয়। জিনিসগুলির দাম নির্ধারণ করা হয় তার চাহিদা এবং বর্তমানে তা কতটা দুর্মূল্য তার বিচারে। যেকোনও ধরনের মূর্তি হোক অথবা কোনও কিছুর অংশ। তবে আমরা এমনটাও দেখে থাকি একাধিক পুরনো খেলোয়াড়দের ব্যাট, বল, জার্সি এবং তাদের আরও কত সরঞ্জাম। তবে নির্দিষ্ট কিছু জিনিসই নিলামে ওঠে যেই জিনিসগুলি ঐতিহাসিক কিছু বড় ঘটনার সঙ্গে সম্পর্কিত।

এই যেমন ৮৬ বিশ্বকাপের মারাদোনার জার্সি ইতিমধ্যে নিলামে উঠেছিল ৭.১ মিলিয়ন পাউন্ডে (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭৩ কোটি টাকা)। এবার পালা ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিল্টনের জার্সির। নিলাম সংস্থা ‘গ্রাহাম বাড অকশনস’ সূত্রে জানানো হয়েছে, বিশেষ ফটো-ম্যাচিং পদ্ধতিতে জার্সিটি যাচাই করে তবেই নিলামের জন্য তোলা হচ্ছে। কিছু জায়গা ছেঁড়া হলেও প্রায় চার দশক পরেও জার্সির অবস্থা বেশ ভালো বলেই দাবি আয়োজকদের।

এই ঐতিহাসিক জার্সির মূল্য উঠতে পারে প্রায় ৩ লক্ষ পাউন্ড (ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩ কোটি ২০ লক্ষ টাকা)। শুধু শিল্টনের নয়, থাকছে আরও দুর্লভ ফুটবল স্মারক। যেমন ১৯৫৮-র বিশ্বকাপজয়ী পেলের পদক (সম্ভাব্য মূল্য ৫ লক্ষ পাউন্ড), ১৯৬৬-র গোলকিপার গর্ডন ব্যাঙ্কসের পদক, অ্যালান বল ও মার্টিন পিটার্সের ম্যাচ জার্সিও থাকছে সেই তালিকায়। এই মহানিলাম আয়োজিত হবে আগামী বছরের জুলাইয়ে, বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে। নিলামে স্মৃতি, নস্টালজিয়া আর ইতিহাসও উসকে উঠবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen