মিরিকের পর সুখিয়াপোখরিতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর, দিলেন বাড়ি মেরামতির অর্থ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০১: প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা ঝড়-বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাণহানিও ঘটেছে। দুর্যোগের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। এবার দ্বিতীয় দফার উত্তরবঙ্গ সফরে আবারও ত্রাণ ও পুনর্বাসন কাজের তদারকিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার সকালে তিনি প্রথমে মিরিক পরিদর্শন করেন। সেখানে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন। এরপর তিনি পৌঁছান সুখিয়াপোখরিতে, যেখানে প্রবল বৃষ্টিতে একটি বাড়ি ধসে পড়ে তিনজনের মৃত্যু হয়। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন মুখ্যমন্ত্রী।
সুখিয়াপোখরি-সহ মিরিকের একাধিক পাহাড়ি গ্রাম এখনও বিপর্যস্ত। বহু জায়গায় ভূমিধস ও বৃষ্টিতে ঘরবাড়ি ভেসে গেছে, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় সব এলাকায় পৌঁছানো সম্ভব হয়নি। আপাতত দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে ত্রাণ শিবিরে রাখা হয়েছে, যেখানে খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তাঁদের হাতে বাড়ি সংস্কারের জন্য ১ লক্ষ টাকা তুলে দেন।
এর আগে সফরের প্রথম দিনে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারের নাগরাকাটার বামনডাঙা গ্রামে যান। সেখানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রাণ সামগ্রী প্রদান করেন এবং মৃতদের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন।
দুর্যোগে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে উদ্যোগী রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দ্রুত অস্থায়ী সেতু নির্মাণ করা হবে, যাতে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে সমস্যা না হয়। বিশেষ করে মিরিকের দুধিয়া অঞ্চলে সেতু ভেঙে যাওয়ায় সমতলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেই পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, আগামীকাল দার্জিলিংয়ে জেলা প্রশাসনের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী, যেখানে আগামী দিনের ত্রাণ ও পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শিলিগুড়ি পৌঁছাবেন এবং শুক্রবার কলকাতায় ফিরে একাধিক কালীপুজোর উদ্বোধনে অংশ নেবেন।