এভারেস্টের পর এবার লোৎসে জয় করলেন বঙ্গতনয়া পিয়ালি

সোমবার স্থানীয় সময় সকাল ১১ টা নাগাদ ক্যাম্প ফোর থেকে বেরিয়েছিলেন পিয়ালি।

May 25, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: Pipa News

এভারেস্টের পর লোৎসে। কয়েকদিনের ব্যবধানে আরেক শৃঙ্গ জয় করলেন চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক। অতিরিক্ত অক্সিজেনের সাহায্য ছাড়া পরপর দুটি শৃঙ্গ জয় করে নজির গড়লেন তিনি।

কৃত্রিম অক্সিজেন ছাড়াই এভারেস্ট-লোৎসে জোড়া শৃঙ্গ জয়ের লক্ষ্য নিয়ে নেপাল গেছেন এই বঙ্গতনয়া। রবিবার এভারেস্ট জয় করেন তিনি। এভারেস্ট সামিট করেই দ্রুত ক্যাম্প ৪-এ ফিরে আসেন তিনি। এরপর পরিকল্পনা ছিল লোৎসের শৃঙ্গ অভিযানে এগোবেন তিনি।

সোমবার স্থানীয় সময় সকাল ১১ টা নাগাদ ক্যাম্প ফোর থেকে বেরিয়েছিলেন পিয়ালি। এরপরই মঙ্গলবার সন্ধ্যার সময় পিয়ালি লোৎসে জয় করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen