একমাস পর ফের ভারতে করোনা আক্রান্তের সংখ্যা নামল এক লাখের নিচে, কমেছে দৈনিক মৃত্যুও
গত ২৪ ঘণ্টায় ভারতে ১৪ লক্ষ ৭০ হাজার ৫৩ জনকে করোনা টিকার ডোজ দেওয়া হয়ে

করোনা মুক্তির (Coronavirus India) দিকে এগিয়ে চলেছে ভারত? পরিসংখ্যান তেমনই ইঙ্গিত দিচ্ছে৷ অনেকদিন পর ফের ভারতে করোনা আক্রান্তের সংখ্যা নামল এক লাখের নীচে৷ কমেছে দৈনিক মৃত্যু৷ সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত (New Corona Cases) হয়েছেন ৮৩ হাজার ৮৭৬ জন৷ সব মিলিয়ে এ যাবৎ করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২২ লক্ষ ৭২ হাজার ১৪ জন৷ ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ৮৯৫ জন৷
ফলে এ পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ২ হাজার ৮৭৪ জন৷ কেন্দ্র জানিয়েছে, গতকালের তুলনায় সংক্রমণের হার কমেছে ৭.২৫ শতাংশ৷ ভারতে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১১ লক্ষ ৮ হাজার ৯৩৮ জন৷ শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৯৯ হাজার ৫৪ জন রোগী৷ এ পর্যন্ত করোনা সারিয়ে সুস্থ হয়েছেন ৪ কোটি ৬ লক্ষ ৬০ হাজার ২০২ জন৷ ভারতে এখন সুস্থতার হার ৯৬.১৯ শতাংশ৷
সার্বিকভাবে সব রাজ্যেই কমেছে সংক্রমণ৷ যে তিন রাজ্যের দৈনিক সংক্রমণ চিন্তা বাড়াচ্ছিল, সেই কেরল, মহারাষ্ট্র এবং কর্ণাটকে আক্রান্তের সংখ্যা অনেকটা কমতেই গোটা দেশের করোনা আক্রান্তের পরিসংখ্যানে এতটা পরিবর্তন দেখা গিয়েছে৷ মোট আক্রান্তের ৬৬.৯ শতাংশ সংক্রমণ কেবল ওই তিন রাজ্যে মিলিয়ে৷ দেশের নতুন আক্রান্তের ৩১.৮৭ শতাংশ কেবল কেরলেই৷ সেখানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭২৯ জন৷ মহারাষ্ট্র এবং কর্ণাটকে করোনায় আক্রান্ত হয়েছেন যথাক্রমে ২৬ হাজার ৭২৯, ৯ হাজার ৬৬৬ এবং ৮ হাজার ৪২৫৷ এরপরই আছে তামিলনাড়ু (৬ হাজার ১২০) এবং মধ্যপ্রদেশ (৫ হাজার ১৭১)৷
গত ২৪ ঘণ্টায় ভারতে ১৪ লক্ষ ৭০ হাজার ৫৩ জনকে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে৷ এ পর্যন্ত ১৬৯ কোটি ৬৩ লক্ষ ৮০ হাজার ৭৫৫ ডোজ দেওয়া হয়েছে৷