Operation Sindoor-র পর মোদীর ঘোষণাই সার! থামছে না জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ
সেনাপ্রধানের সতর্কবার্তার পর এবার গোয়েন্দা সংস্থার রিপোর্টেও উঠে এল উদ্বেগজনক তথ্য।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:২০: জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ বন্ধ হয়নি। সেনাপ্রধানের সতর্কবার্তার পর এবার গোয়েন্দা সংস্থার রিপোর্টেও উঠে এল উদ্বেগজনক তথ্য।
সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ‘‘রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদ থেমেছে বলে মনে হয় না। নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা এখনও অব্যাহত।’’ তাঁর মন্তব্যের কয়েকদিনের মধ্যেই গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত চার মাসে ৭০ থেকে ৮০ জন জঙ্গি ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে।
গোয়েন্দাদের দাবি, উত্তর কাশ্মীরের উরি, কুপওয়াড়া, গুরেজ, সাম্বার হীরানগর ও জম্মু ডিভিশনের সুন্দেরবাণী, এই চেনা রুটই ব্যবহার করছে অনুপ্রবেশকারীরা। এক শীর্ষ আধিকারিক জানান, উপত্যকায় টানা জঙ্গিবিরোধী অভিযানে স্থানীয় সন্ত্রাসবাদী নিয়োগ অনেকটাই কমেছে। সেই শূন্যতা পূরণে পাকিস্তান থেকে জঙ্গিদের ঢোকানোর চেষ্টা তীব্র হয়েছে।
এই পরিস্থিতিতে সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। সেনা ব্যবহার করছে ড্রোন, নাইট ভিশন ক্যামেরা ও উচ্চক্ষমতাসম্পন্ন দূরবীন। যেসব জায়গা দিয়ে অনুপ্রবেশ হয় বলে সন্দেহ, সেখানে ২৪ ঘণ্টা টহল চলছে। যদিও ঘন জঙ্গল, প্রতিকূল আবহাওয়া ও দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তা কাটিয়ে ওঠার জন্যও নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘অপারেশন সিন্দুর’-এর পর পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ মুছে দেওয়ার দাবি করেছিলেন। কিন্তু সেনা ও গোয়েন্দা রিপোর্ট স্পষ্ট করছে, বাস্তবে অনুপ্রবেশের হুমকি এখনও বহাল।