ফের রক্তাক্ত বাংলাদেশে, হাদির পর এবার গুলিবিদ্ধ এনসিপি নেতা মোতালেব

December 22, 2025 | 2 min read

Authored By:

Ritam Ritam
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৫: ফের রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ (Bangladesh)। যুবনেতা ওসমান হাদির (Osman Hadi) হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার গুলিবিদ্ধ হলেন ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি (NCP)-র কেন্দ্রীয় নেতা মহম্মদ মোতালেব সিকদার (Motaleb Sikder)। সোমবার দুপুরে খুলনার সোনাডাঙা এলাকায় এই ঘটনাটি ঘটে। মাথায় গুলি লাগায় ৪২ বছর বয়সী এই নেতার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটজনক।

দলীয় সূত্রে খবর, সোমবার বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ মোতালেব সিকদারকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এই প্রসঙ্গে এনসিপি (NCP) নেতা সইফ নেওয়াজ সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-কে জানিয়েছেন, মোতালেব সিকদার দলের সেন্ট্রাল অর্গানাইজার পদের দায়িত্বে ছিলেন। পাশাপাশি তিনি এনসিপি-র শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’-র খুলনা বিভাগের কনভেনারও ছিলেন। আগামী কিছুদিনের মধ্যেই খুলনায় শ্রমিকদের নিয়ে একটি বড় র‍্যালি বা সমাবেশের আয়োজন করার কথা ছিল তাঁর। কিন্তু সেই কর্মসূচি বাস্তবায়িত হওয়ার আগেই তাঁকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হলো।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এমনিতেই বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে। কিছুদিন আগেই রিকশা করে যাওয়ার সময় পিছন থেকে গুলি করে হত্যা করা হয় আরেক জনপ্রিয় যুবনেতা ওসমান হাদিকে। গুলিবিদ্ধ হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। তাঁর মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) উপস্থিতিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাঁকে কবর দেওয়া হয়।

হাদির মৃত্যুর পর থেকেই কার্যত জ্বলছে পড়শি দেশ। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যম থেকে সংস্কৃতি অঙ্গনেও। ইতিমধ্যেই ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’-এর মতো প্রথম সারির সংবাদপত্রের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলা চালানো হয়েছে ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চা কেন্দ্র ‘ছায়ানট’-এ। এমনকি, ভারতীয় হাই কমিশনের সামনেও বিক্ষোভ ও জমায়েতের খবর পাওয়া গিয়েছে।

এই অরাজকতার সুযোগে সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত হামলার অভিযোগও সামনে আসছে। সম্প্রতি দীপু দাস নামের এক হিন্দু ব্যক্তিকে মারধর করে গাছে বেঁধে জীবন্ত পুড়িয়ে মারার নৃশংস ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন প্রশাসন ঘটনাগুলির তদন্ত শুরু করেছে এবং একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen