পানিহাটির পর এবার কোচবিহারে SIR আতঙ্ক! বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা প্রৌঢ়ের

October 29, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২৫: পানিহাটির পর এবার SIR আতঙ্ক ছড়াল কোচবিহারে। বুড়িরহাট ২ গ্রাম পঞ্চায়েতের জিতপুর এলাকায় এক প্রৌঢ়ের আত্মহত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দিনহাটার বুড়িরহাট ২ পঞ্চায়েতের জিতপুর এলাকার বাসিন্দা ৬৫ বছর বয়সী খায়রুল শেখ বুধবার সকালে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। অসুস্থ অবস্থায় প্রথমে তাঁকে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

সূত্রের খবর, খায়রুল শেখের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ভুলবশত ‘খয়রু শেখ’ নামে নথিভুক্ত হয়। সেই বানান বিভ্রাট নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগে ছিলেন তিনি। সম্প্রতি এসআইআর প্রক্রিয়া ঘোষণার পর সেই আতঙ্ক আরও বেড়ে যায়। আশপাশের কিছু মানুষের কাছ থেকে বিভ্রান্তিকর তথ্য পেয়ে তিনি ধারণা করেন, তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। সেই আশঙ্কা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে যান বলে স্থানীয়দের দাবি।

এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দিনহাটায় (Dinhata) এসআইআর (SIR) আতঙ্কে আত্মঘাতী হওয়া প্রবীর করের বাড়িতে গিয়ে খায়রুল শেখের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, “দিনহাটায় এক ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। প্রার্থনা করছি উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক।”

সাধারণ মানুষের উদ্দেশে অভিষেক বার্তা দেন,“হাত জোর করে অনুরোধ, ভয় পাবেন না। আমরা বেঁচে আছি। যাঁরা বছরের পর বছর আছেন, তাঁদের বাংলাদেশি বলে তাড়ানো হবে, এত সোজা নয়। বুকের রক্ত দিয়ে রক্ষা করব।” তিনি আরও বলেন, “কোনও এসআইআর বা এনআরসি করে যদি এরা যদি ১টা লোককে বাদ দেন, তাহলে ১ লক্ষ নিয়ে কমিশন ঘেরাও হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen