পুতিনের পর এবার জেলেনস্কিরও ভারতে আসার জল্পনা, রুশ-ইউক্রেন যুদ্ধে ইতি টানতে অনুঘটক নয়া দিল্লি?

August 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫১: মার্কিন শুল্ক যুদ্ধের (Tariff war) আবহে শোনা গিয়েছে ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত সদ্য জানিয়েছেন, শীঘ্রই ভারতে আসছেন তাঁদের প্রেসিডেন্ট জেলেনস্কি (Volodymyr Zelensky)। জল্পনা শুরু হয়েছে, তবে কী নয়া দিল্লির হস্তক্ষেপেই রুশ-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) অবসান ঘটতে চলেছে?

সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেকসান্ডার পোলিশচুক বলেন, “ভারতের প্রধানমন্ত্রী জেলেনস্কিকে নয়াদিল্লিতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। আশা করছি শীঘ্রই তিনি ভারতে আসবেন। যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে লক্ষ্যে বিরাট পদক্ষেপ। শীঘ্রই এই সফরের তারিখ ঘোষণা করা হবে।” রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে ভারতকে অগ্রণী ভূমিকা পালনের আর্জি জানান পোলিশচুক। তাঁর কথায়, “রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব অনেক পুরনো। ইউক্রেন চায় ভারত তাদের বন্ধু দেশের সঙ্গে আলোচনা করে এই যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক।” পোলিশচুক আরও বলেন, ২০২৩ সাল থেকে ইউক্রেন ও ভারতের মধ্যে আলোচনা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। যা দুই দেশের সম্পর্কের জন্য অন্ত্যন্ত ভাল দিক।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। প্রায় বছর তিনেক পেরিয়ে গেলেও যুদ্ধ থামেনি। ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে তৎপর হলেও লাভ হয়নি। রাশিয়াকে শিক্ষা দিতে ভারতের উপর শুল্কের বোঝা চাপিয়েছেন ট্রাম্প। রাশিয়া স্পষ্ট জানিয়েছে দোনেৎস্ক অঞ্চলের অধিকার দিলে তবেই থামবে যুদ্ধ। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। অন্যদিকে এবার জেলেনস্কির ভারত সফরের জল্পনা তৈরি হয়েছে। তবে কি যুদ্ধবিরতির ক্ষেত্রে ভারতই হবে অনুঘটক হবে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen