রাজ কুন্দ্রার পর এবার শিল্পা শেট্টির বয়ান রেকর্ড, ৬০ কোটি টাকার জালিয়াতির তদন্তে নতুন মোড়

October 7, 2025 | 2 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০:  অভিনেত্রী শিল্পা শেট্টি সম্প্রতি মুম্বই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং (EOW)-এর কাছে ৬০ কোটি টাকার প্রতারণা মামলায় তাঁর বয়ান রেকর্ড করিয়েছেন। মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শিল্পাকে প্রায় চার ঘণ্টা ত্রিশ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই সময়ে তাঁর বিবৃতি নেওয়া হয়েছে এবং তাঁর বিজ্ঞাপন সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে হওয়া কিছু আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্য পুলিশকে দিয়েছেন শিল্পা। সূত্রের খবর, তদন্তকারীরা শিল্পার বাড়িতেই গিয়ে এই জিজ্ঞাসাবাদ পরিচালনা করেন।

তদন্ত চলাকালীন শিল্পা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও পুলিশের হাতে তুলে দিয়েছেন, যেগুলোর সত্যতা বর্তমানে যাচাই করা হচ্ছে। এর আগেও এই একই মামলায়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে, শিল্পার স্বামী রাজ কুন্দ্রার বয়ানও নেয় মুম্বই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং। তখন পুলিশের তরফে জানানো হয়েছিল যে ৬০ কোটি টাকার প্রতারণা মামলায় দম্পতির বিরুদ্ধে তদন্ত চলছে এবং রাজ কুন্দ্রাকে আবারও ডাকা হবে পরবর্তী রাউন্ডের জিজ্ঞাসাবাদের জন্য।

এই মামলার অভিযোগকারী ব্যবসায়ী দীপক কোঠারি দাবি করেছেন, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ব্যবসা সম্প্রসারণের নামে শিল্পা ও রাজ তাঁর কাছ থেকে ৬০ কোটিরও বেশি টাকা নেন, কিন্তু সেই অর্থ ব্যক্তিগত কাজে ব্যয় করা হয়। রাজ কুন্দ্রা পরে পুলিশের কাছে দাবি করেন যে, ওই টাকার একাংশ অভিনেত্রী বিপাশা বসু ও নেহা ধুপিয়াকে পেমেন্ট হিসেবে দেওয়া হয়েছিল। তবে তদন্তে উঠে এসেছে, সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা স্থানান্তর হয়েছে শিল্পা, বিপাশা ও নেহার ব্যক্তিগত অ্যাকাউন্টে, এমনকি কিছু অর্থ বালাজি এন্টারটেইনমেন্টের অ্যাকাউন্টেও গেছে।

EOW সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রাজ কুন্দ্রা দেননি, যার ফলে তাঁকে আবারও ডেকে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, শিল্পা শেট্টির জমা দেওয়া নথি ও আর্থিক বিবরণী এখন খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার জেরে বলিউডে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে, কারণ মামলার সাথে যুক্ত একাধিক তারকা শিল্পী ও প্রযোজনা সংস্থার নাম উঠে এসেছে। এখন নজর তদন্তের পরবর্তী ধাপে EOW পরবর্তী পর্যায়ে কাদের জিজ্ঞাসাবাদে ডাকে, সেটাই দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen