উত্তরবঙ্গ থেকে ফিরেই আরও ৩ জেলা সফর করবেন মমতা

এর আগে শুভেন্দু অধিকারি দল ছাড়ার পরই তাঁর গড় নন্দীগ্রামে বিশাল সভা করেন মমতা। এছাড়াও বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়াতেও তাঁর সভা হয়েছে।

February 4, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা পরিস্থিতি এবং উৎসবের আবহে কিছু দিনের জন্য দলের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত রেখেছিলেন তিনি। তবে আসন্ন রাজ্য বিধানসভা (West Bengal Assembly Election 2021) নির্বাচনকে মাথায় রেখে উৎসব কাটতেই ফের গোটা দলকে নিয়ে বাংলা জুড়ে দলীয় প্রচারের কাজে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফর থেকে ফিরেই এবার যেমন রাজ্যের আরও ৩ জেলা সফরে যাবেন মমতা। তৃণমূল সূত্রে খবর, আগামী ৯ ফেব্রুয়ারি বর্ধমানের কালনায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই বর্ধমানের অন্য একটি অনুষ্ঠানে মাটি উৎসবের (Mati Utsav) সূচনা করবেন তিনি। পরদিন চলে যাবেন মুর্শিদাবাদ। সেখানেও জনসভা রয়েছে তাঁর। ১১ ফেব্রুয়ারি মালদাতে একটি সভায় বক্তব্য রাখবেন তিনি।

প্রসঙ্গত, কমিশনের তরফে নির্বাচনের দিন ঘোষণার আগেই জেলা সফর শুরু করে দিয়েছেন মমতা। বিশেষ করে যেসব জায়গায় তৃণমূল তুলনামূলকভাবে দুর্বল সেইসব জায়গাতেই জোর দিচ্ছেন তিনি। লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৮ আসনের একটাও পায়নি তৃণমূল। ফলে উত্তরবঙ্গের পাশাপাশি মুর্শিদাবাদ ও মালদাকেও টার্গেট করেছেন তৃণমূল নেত্রী। ওই দুই জেলায় সংখ্যালঘু ভোট বেশি। তাই তাকেই পাখির চোখ করছেন তৃণমূল নেত্রী। আবার বর্ধমানের কিছু জায়গায় কিছুটা দুর্বল হয়েছে তৃণমূল (Trinamool)। ফল বর্ধমানের উপরেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। উল্লেখ্য, এর আগে শুভেন্দু অধিকারি দল ছাড়ার পরই তাঁর গড় নন্দীগ্রামে বিশাল সভা করেন মমতা (Mamata Banerjee)। এছাড়াও বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়াতেও তাঁর সভা হয়েছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen