সিকিমের পর এবার দার্জিলিং ও কালিম্পংয়ে চালু হচ্ছে হেলিকপ্টার পরিষেবা

অবশেষে সিকিমের পর এবার দার্জিলিং ও কালিম্পংয়ে চালু হচ্ছে হেলিকপ্টার পরিষেবা। এজন্য তিনটি হেলিপ্যাড তৈরির উদ্যোগ রাজ্য সরকারের।

October 24, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দার্জিলিং পাহাড়ে হেলিকপ্টার পরিষেবা চালুর দাবি বহুদিনের। প্রায় দু’দশক আগে এ ব্যাপারে উদ্যোগী হন দার্জিলিং-গোর্খা হিল কাউন্সিলের তৎকালীন চেয়ারম্যান সুবাস ঘিসিং। তিনি সুখিয়াপোখরি ব্লকের দুতেরিয়াতে হেলিপ্যাড তৈরির চেষ্টা করেও সফল হননি। পরবর্তীতে এ ব্যাপারে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অবশেষে সিকিমের পর এবার দার্জিলিং ও কালিম্পংয়ে চালু হচ্ছে হেলিকপ্টার পরিষেবা। এজন্য তিনটি হেলিপ্যাড তৈরির উদ্যোগ রাজ্য সরকারের। ইতিমধ্যে মিরিকের হেলিপ্যাডে ট্রায়াল রান হয়েছে। এনিয়ে রীতিমতো উচ্ছ্বসিত পর্যটক ও পর্যটন ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, ধস ও প্রাকৃতিক দুর্যোগের জেরে রাস্তা বন্ধ থাকলেও হেলিকপ্টারে চেপে পাহাড় ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা।

প্রশাসন সূত্রের খবর, সংশ্লিষ্ট এলাকায় প্রায় এক একর জমি রয়েছে। সেখানে হেলিপ্যাড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য পাহাড় কেটে জমি হেলিপ্যাডের উপযোগী করে তোলা হয়েছে। মিরিকে ইতিমধ্যে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। ছ’মাস আগে অসামরিক বিমান প্রতিরক্ষামন্ত্রকের আধিকারিকরা দু’টি এলাকাই পরিদর্শন করেন। হেলিকপ্টার ওঠা-নামার পক্ষে উপযোগী কি না, সেজন্য ওই টিম দু’টি জায়গারই মাটি পরীক্ষা করেছে। হেলিকপ্টার পরিষেবা চালুর ব্যাপারে তাদের কাছ থেকে সবুজ সঙ্কেতও মিলেছে। ইতিমধ্যে মিরিকে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার চালানো হয়েছে। বর্তমানে জরুরি ভিত্তিতে সেখানে হেলিকপ্টার নামতে পারবে। কালিম্পংয়েও তৈরি করা হবে এ ধরনের একটি হেলিপ্যাড।

সিকিমে অনেকদিন ধরেই হেলিকপ্টার পরিষেবা চালু রয়েছে। বাগডোগরা বিমানবন্দর থেকে গ্যাংটকে হেলিকপ্টারে যাতায়াত করা যায়। একইভাবে বাগডোগরা বিমানবন্দর থেকে পর্যটকরা হেলিকপ্টারে করে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে যেতে পারবেন। স্থানীয়রা বলেন, প্রাকৃতি দুর্যোগের জেরে চলতি বছর দীর্ঘদিন বন্ধ ছিল কালিম্পং ও সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক। যার জেরে কালিম্পং ও সিকিমের পর্যটন ব্যবসা, গ্রামীণ অর্থনীতি, সেনাবাহিনীর কাজকর্ম মার খায়েছে। কাজেই হেলিকপ্টার পরিষেবা চালুর পর পাহাড় ও সমতলের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen