ষোলো বছর পর বাংলায় হতে পারে রোড কংগ্রেস – কী হয় সেখানে?
আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। যা পরবর্তীকালে দেশজুড়ে মেনে চলা হয় কেন্দ্রের অনুমতি সাপেক্ষে। বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৬ বছর পর, ২০২৪ সালে বাংলায় রোড কংগ্রেস করতে চেয়ে রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র। প্রতি বছরই দেশের নানান প্রান্তে ইন্ডিয়ান রোড কংগ্রেসের (আইআরসি) বার্ষিক সাধারণ সভা আয়োজিত হয়। রাজ্যগুলিকে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হয়।
উল্লেখ্য, রোড কংগ্রেস অর্থাৎ আইআরসি হল, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের অধীনস্থ একটি ফোরাম। প্রতিটি রাজ্য সরকার ও সড়ক নির্মাণ সংস্থার প্রতিনিধিরা এই সংগঠনের সদস্য। আইআরসির বার্ষিক সম্মেলনে সড়ক নির্মাণে উন্নত প্রযুক্তির ব্যবহার, দুর্ঘটনা প্রতিরোধ, রাস্তা নির্মাণে দূষণ রোধ, সেতু নির্মাণসহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। যা পরবর্তীকালে দেশজুড়ে মেনে চলা হয় কেন্দ্রের অনুমতি সাপেক্ষে। বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী। কেন্দ্রের পদস্থ কর্তারা হাজির থাকেন।
চলতি বছর বাংলার ক্ষেত্রে জাতীয় সড়ক সম্প্রসারণ এবং রক্ষণাবেক্ষণের বরাদ্দ অনেকটাই বেড়েছে। বাংলায় রোড কংগ্রেস আয়োজনের প্রস্তাবকে রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ২০০৮ সালে বাংলায় শেষবার এই বৈঠক হয়েছিল, এবার ১৬ বছর পর ফের বৈঠক হচ্ছে। ২০২২ সালে উত্তরপ্রদেশে বৈঠক হয়েছিল। ২০২৩ সালের বৈঠক হবে আগামী ডিসেম্বরে, গুজরাতে। পরপর দু’বছর ডবল ইঞ্জিন রাজ্যের পর, ২০২৪ সালে বাংলাকে বৈঠক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। সম্প্রতি আইআরসি কর্তৃপক্ষ নবান্নকে চিঠি দিয়েছে। এ অনুষ্ঠানে খরচ হবে প্রায় ২৩ কোটি টাকা। হিসেব দেখিয়ে অর্থদপ্তরে প্রস্তাব পাঠিয়েছে পূর্তদপ্তর। পাঁচ দিনের সম্মেলনে বিভিন্ন রাজ্যের প্রতিনিধি যোগ দেবেন। সড়ক ব্যবস্থা নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হবে।