#Exclusive লোকসভার স্পিকার পদের পর এবার ডেপুটি স্পিকার পদের জন্যও প্রার্থী দেবে INDIA – সূত্র

এবার ডেপুটি স্পিকার পদের জন্যেও ভোটাভোটি হতে চলেছে, এমনি খবর রাজনৈতিক সূত্রে। NDA-র প্রার্থীর বিরুদ্ধে আবারও প্রার্থী দিবে INDIA জোট।

June 26, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ডেপুটি স্পিকার পদের জন্যও প্রার্থী দেবে INDIA ছবি: সংসদ টিভি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার লোকসভায় ভোটাভোটির পর স্পিকার পদে নির্বাচিত হয়েছেন NDA প্রার্থী এবং আগেরবারের স্পিকার ওম বিড়লা। এবার ডেপুটি স্পিকার পদের জন্যেও ভোটাভোটি হতে চলেছে, এমন‌ই খবর রাজনৈতিক সূত্রে। NDA-র প্রার্থীর বিরুদ্ধে আবারও প্রার্থী দেবে INDIA জোট।

প্রসঙ্গত, এই বিষয়ে বাম শরিক RSP সাংসদ এন কে প্রেমচন্দ্রণের নাম শোনা যাচ্ছে। তবে তাঁকে প্রার্থী করা হবে কি না, সেটা এখনো আলোচনা সাপেক্ষ বলে খবর। সূত্রের খবর এক রাজনৈতিক নেতা, যিনি লোকসভা বা রাজ্যসভার সদস্য নন, প্রেমচন্দ্রণের নামটি হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন।

তবে এবার INDIA জোটের যা মতামত হবে, তা ঐক্যবদ্ধভাবেই হবে বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen