আরজি কর কাণ্ডের পর নজরদারি বাড়াতে প্রতিটি ট্রাফিক গার্ডে একগুচ্ছ নির্দেশ দিল লালবাজার

হেলমেট ছাড়া বাইক চালক এবং আরোহীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার উপরেও জোর দেওয়া হয়েছে।

August 24, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর কাণ্ডের পর এবার আরও তৎপর এবং নজরদারি বাড়াতে প্রতিটি ট্রাফিক গার্ডে একগুচ্ছ নির্দেশ দিল লালবাজার। নির্দেশিকায় বলা হয়েছে, ডিউটি চলাকালীন প্রত্যেক অফিসার ও তাঁর সঙ্গে থাকা ট্রাফিক কর্মীদের সংশ্লিষ্ট এলাকায় উপস্থিত থাকা এবং টহলদারিতে জোর দিতে হবে। নাকা পয়েন্টে জোর নজরদারি চালাতে হবে। বেপরোয়া ভাবে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং বাইক রেসের মতো বিষয় রোখার উপরে নজর দিতে হবে।

হেলমেট ছাড়া বাইক চালক এবং আরোহীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার উপরেও জোর দেওয়া হয়েছে। ট্রাফিক গার্ডের অন্তগর্ত হাসপাতাল, হস্টেল, বহুতল, শপিং মল-এর মতো জায়গা গুলিতে টহলদারি বাড়াতে হবে। মহিলা ও বাচ্চাদের সুরক্ষায় জোর দিতে হবে।

যদি ট্রাফিক পুলিশের কোনও কর্মী অথবা অফিসার ডিউটিতে কোনও লক্ষণীয় ঘটনা দেখতে পান, তবে তাঁরা তাৎক্ষণিকভাবে ট্রাফিক কন্ট্রোল রুম, কন্ট্রোল রুম, লালবাজার এবং বিভাগীয় গার্ডে জানাবেন এবং প্রয়োজনে তারা বিভাগীয় ডিসিকেও জানাবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen