দু’বছর পর আবার ডুয়ার্স উৎসব হতে চলেছে আলিপুরদুয়ারে

আলিপুরদুয়ারে হলেও এই ডুয়ার্স উৎসব নিয়ে সারা ডুয়ার্স জুড়েই উন্মাদনা। উত্তর বাংলার অন্যতম বড় উৎসব হচ্ছে কোচবিরার রাসমেলা।

December 13, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা কাল কাটিয়ে দু’বছর পর আবার ডুয়ার্স উৎসব (Dooars festival) হতে চলেছে আলিপুরদুয়ারে (Alipurduar)। ২০২০ সালের পর করোনা আবহে দু’বছর বন্ধ ছিল এই উৎসব। এবছরও এই উৎসব অনিশ্চিত হতে চলেছিল বিভিন্ন কারণে। তবে সংবাদ মাধ্যমের খবর, সব বাধা কাটিয়ে শেষমেষ এবছর চূড়ান্ত হয়েছে এই উৎসব। আগামী ১৪ ডিসেম্বর ডুয়ার্স কন্যায় বৈঠক ডাকা হয়েছে এই উৎসবকে নিয়ে।

আলিপুরদুয়ারে হলেও এই ডুয়ার্স উৎসব নিয়ে সারা ডুয়ার্স জুড়েই উন্মাদনা। উত্তর বাংলার অন্যতম বড় উৎসব হচ্ছে কোচবিহারের রাসমেলা। তারপরই এই ডুয়ার্স উৎসবের স্থান। প্রতি বছর এই উৎসব আকার আয়তনে বেড়ে চলেছে, অপেক্ষায় থাকছেন ক্রেতা থেকে বিক্রেতারা উভয়ই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen