উত্তরাখণ্ডের পর হিমাচলেও হড়পা বান! Zipline এর মাধ্যমে উদ্ধার ৪০০ পর্যটক
মঙ্গলবার উত্তরকাশীর পর বুধবার হড়পা বানে বিপর্যস্ত হিমাচল প্রদেশের কিন্নরে। টানা মেঘভাঙা বৃষ্টির (Flash Flood) ফলে ভয়াবহ হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: মঙ্গলবার উত্তরকাশীর পর বুধবার হড়পা বানে বিপর্যস্ত হিমাচল প্রদেশের কিন্নরে। টানা মেঘভাঙা বৃষ্টির (Flash Flood) ফলে ভয়াবহ হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার হিমাচলের কিন্নৌরে টাংলিং নালার উপর দুটি অস্থায়ী সেতু ভেঙে যাওয়ায় আটকে পড়েন ৪১৩ জন পুণ্যার্থী। ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP), জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং জেলা প্রশাসনের তৎপরতায় জিপলাইনের মাধ্যমে সকলকে উদ্ধার করা হয়। এই অভিযানে ব্যবহার করা হয় পর্বতারোহণের সরঞ্জাম ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দলও।
অন্যদিকে, উত্তরকাশীর ধারালি গ্রামেও হড়পা বানে ১৩০ জন পর্যটক আটকে পড়েন। তাঁদেরও উদ্ধার করে চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয়।
উত্তরাখণ্ডে (Uttarakhand) অন্তত ১৬৩টি রাস্তা, তার মধ্যে ৫টি জাতীয় সড়ক ও ৭টি রাজ্য সড়ক বন্ধ হয়ে পড়েছে। স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, কেদারনাথ যাত্রা সাময়িক স্থগিত। হিমাচলের (Himachal Pradesh) মান্ডি, শিমলা, ও কিন্নৌরেও ধসে অনেক রাস্তা এবং হাইওয়ে বন্ধ।
সূত্রের খবর, ২০ জুন থেকে ৫ অগস্ট পর্যন্ত রাজ্যে ১৯৪ জনের মৃত্যু হয়েছে বলে জানায় রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, আগামী ১২ ঘণ্টা প্রবল বৃষ্টিপাত ও হড়পা বান চলবে এই রাজ্যে। তাই প্রশাসন সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে।