ইউটিউবারের পর পাক চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার Double Engine উত্তরপ্রদেশের ব্যবসায়ী

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১১:০০: সুন্দরী ইউটিউবারের পর এবার পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার আরও এক। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ব্যবসায়ী শাহজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, ওই ব্যবসায়ী গত কয়েকবছর ধরে ঘনঘন পাকিস্তানে যাতায়াত করতেন। বেআইনি ব্যবসাও চালাতেন বলে অভিযোগ। ইতিমধ্যেই পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে ইউটিউবার জ্যোতি মালহোত্রার গ্রেপ্তারি ঘিরে উত্তাল গোটা দেশ। এবার চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার উত্তরপ্রদেশের ব্যক্তি।
জানা গিয়েছে, মোরাদাবাদ থেকে শাহজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত কয়েকবছর ধরে তিনি বার বার পাকিস্তানে গিয়েছেন। প্রসাধনী, পোশাক, মশলার মতো নানা দ্রব্য পাচারও করতেন। ব্যবসার আড়ালে চরবৃত্তি চলত। পাক গোয়েন্দা সংস্থা আইএসআইকে ভারতীয় টাকা এবং ভারতীয় সিম কার্ড জোগাতেন শাহজাদ। অভিযোগ, রামপুর থেকে বহু ব্যক্তিকে পাকিস্তানেও পাঠিয়েছিলেন তিনি। এই ব্যক্তিদের ভিসার ব্যবস্থা করত আইএসআই। রামপুরের বাসিন্দারা আইএসআইয়ের চর হিসাবে কাজ করতেন।
উল্লেখ্য, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সুন্দরী জ্যোতি মালহোত্রা। ২০২৩ সালে, ভারতে পাক দূতাবাস কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে জ্যোতির আলাপ হয়। ক্রমে ঘনিষ্ঠতা। এই দানিশকে ইতিমধ্যেই পাক দূতাবাসে থেকে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগে ভারত থেকে বের করে দিয়েছে নয়াদিল্লি।