১০০ দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে রায়দিঘিতে বিক্ষোভের মুখে শুভেন্দু

October 19, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.০০: এবার জনতার বিক্ষোভের মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানা যাচ্ছে, রবিবার কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থেকে মথুরাপুর যাওয়ার পথে তাঁর কনভয় ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। একশো দিনের কাজের পাওনা টাকার দাবিতে বিক্ষোভ দেখানো হয় বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কোনও কালীপুজো আয়োজকদের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। রবিবার বেলার দিকে মন্দিরবাজার থেকে রওনা হন তিনি। তারপর তাঁর কনভয়ের গাড়ি আটকানো হয়। কেন্দ্রের কাছে ১০০ দিনের কাজের বকেয়া টাকা মেটানোর দাবি জানান বিক্ষোভকারীরা। পালটা শুভেন্দুও বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। পুলিশ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গন্তব্যে পৌঁছে যান শুভেন্দু।

উল্লেখ্য, তৃণমূলের অভিযোগ, একুশের বিধানসভা নির্বাচনে হারের পর থেকে বিজেপি শাসিত কেন্দ্র সরকার বাংলার বিরুদ্ধে আর্থিক অবরোধ চালাচ্ছে। বন্ধ রয়েছে একশো দিনের কাজ। এমনকী বকেয়া টাকাও মেটানো হয়নি। রাজ্য নিজ উদ্যোগ মানুষকে বকেয়া টাকা ফিরিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট বাংলা অবিলম্বে একশো দিনের কাজ চালুর নির্দেশ দিলেও তা মানেনি কেন্দ্র সরকার। সব মিলিয়ে বাংলার গ্রামীণ অর্থনীতিতে ভেঙে ফেলার চক্রান্ত অভিযোগ উঠছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen