বাবার ‘টুয়েলভথ ফেল’ পর্দা কাঁপাচ্ছে, রঞ্জি অভিষেকে ব্যাট হাতে হিট ছেলে ‘অগ্নি’

অগ্নি চোপড়া রঞ্জি ক্রিকেট খেলতে আরম্ভ করেই হইচই ফেলে দিয়েছেন। দুরন্ত সেঞ্চুরিও করে ফেলেছেন।

January 9, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ১৯৪২ আ লভ স্টোরি, মুন্নাভাই এমবিবিএস, থ্রি ইডিয়টস, পিকে বা হালের ‘টুয়েলভথ ফেল’ একের পর এক চমৎকার কাজ মানুষকে উপহার দিয়েছে বিধু বিনোদ চোপড়া। বাবা পর্দার হিরোদের নেপথ্য নায়ক, আর তাঁর ছেলে হয়ে উঠলেন বাইশ গজের নায়ক। অগ্নি চোপড়া রঞ্জি ক্রিকেট খেলতে আরম্ভ করেই হইচই ফেলে দিয়েছেন। দুরন্ত সেঞ্চুরিও করে ফেলেছেন।

মুম্বইয়ের হয়ে খেলা বছর ছাব্বিশের অগ্নি এখন মিজোরামে চলে গিয়েছেন। এই অলরাউন্ডার সিকিমের বিরুদ্ধে প্রথম ইনিংসে করেছিলেন ১৬৬ রান। অগ্নি ১৭৯ বলে ১৬৬ রানের ইনিংস খেলেছেন মারমুখী মেজাজে। ১৯টা চার ও ৭টা ছয়ে সাজানো ছিল ইনিংস।

দ্বিতীয় ইনিংসে ফলো-অন করতে নেমে ফের জ্বলে উঠেছিল অগ্নির ব্যাট। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১১টা চার ও ১টা ছয়ের সাহায্যে ৯২ রানের ইনিংস খেলেন অগ্নি। দুই ইনিংস মিলিয়ে ২৫৮ রান করেছেন এই বাঁ হাতি ব্যাটার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen