ক্রিকেট ব্যাট হাতে ঝড় তুলেছেন বিধু বিনোদ চোপড়ার ছেলে অগ্নি

সিকিমের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৬৬ রান এবং দ্বিতীয় ইনিংসে ৯২ রান করেছিলেন অগ্নি।

February 2, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রঞ্জিতে নিজের অভিষেক ম্যাচেই সকলের নজর কেড়েছিলেন বলিউডের বিখ্যাত চিত্র পরিচালক বিধু বিনোদ চোপড়ার ছেলে অগ্নি চোপড়া। সিকিমের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৬৬ রান এবং দ্বিতীয় ইনিংসে ৯২ রান করেছিলেন অগ্নি।

এবার গড়লেন বিশ্বরেকর্ড। এখনও পর্যন্ত চারটি রনজি ট্রফির ম্যাচ খেলেছেন। চারটিতেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এখন তাঁর সেঞ্চুরির সংখ্যা পাঁচটি। নাগাল্যান্ডের বিরুদ্ধে ১৬৬ এবং ১৫ রান করেন। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ১১৪ এবং ১০ রান করেছিলেন তিনি। এবার মেঘালয়ের বিরুদ্ধে ১০৫ এবং ১০১ রান করেন অগ্নি চোপড়া। মেঘালয়ের বিরুদ্ধে উভয় ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন তিনি। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম চার ম্যাচেই সেঞ্চুরি করেছেন অগ্নি চোপড়া।

অগ্নির মা সুপরিচিত লেখক, সাংবাদিক এবং চলচ্চিত্র সমালোচক অনুপমা চোপড়া। অনুপমা চোপড়াও তার ছেলের জন্য একটি পোস্ট শেয়ার করেছেন এবং তিনি লিখেছেন ‘গর্বিত মা’।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen