রামায়ণেই আটকাল BJP! অরুণ জেটলিকে ‘পদ্মবিভীষণ’ আখ্যা অগ্নিমিত্রার

August 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২৫: দেশের প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা নিজ দলের একদা শীর্ষস্থানীয় নেতাকে সম্মান জানাতে গিয়ে বেনজির কাণ্ড ঘটালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
আজ, রবিবার প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির (Arun Jaitley) প্রয়াণ দিবস। সেই উপলক্ষে প্রয়াত মন্ত্রীকে সমাজ মাধ্যমে শ্রদ্ধা জানান বিজেপি নেতারা। শ্রদ্ধা জানিয়েছেন অগ্নিমিত্রাও। বিজেপি বিধায়ক যা লিখলেন তাতেই বিপত্তি বাঁধল!

পদ্মবিভূষণ (Padmavibhushan) অরুণ জেটলিকে শ্রদ্ধা জানাতে গিয়ে অগ্নিমিত্রা লিখে ফেলেন ‘পদ্মবিভীষণ’! শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। ইতিমধ্যেই অগ্নিমিত্রার সোশ্যাল মিডিয়া পোস্টার স্ক্রিনশট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একে প্রাক্তন প্রয়াত মন্ত্রী তথা দলীয় নেতা সম্পর্কে এমন মন্তব্য। সেই সঙ্গে দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মানের ভুল নাম!

যদিও ভুল সংশোধন করে নেন বিজেপি বিধায়ক। সেই সঙ্গে জানান, তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাতেই ভুল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen