দিন পনেরোর মধ্যে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি অগ্নিমিত্রা, কেন বার বার অসুস্থ হচ্ছেন BJP নেত্রী?

কিছুদিন আগেই অগ্নিমিত্রা দলের বঙ্গ শাখার সভানেত্রী হতে পারেন বলে রব উঠেছিল, যদিও তিনি তা হননি। অন্যতম সম্পাদক করে তাঁকে ফেলে রেখেছে বিজেপি।

September 8, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১০: সম্প্রতি মাইল্ড ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এই নিয়ে সপ্তাহ দুয়েকের মধ্যে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হলেন বিজেপি নেত্রী। ৪ সেপ্টেম্বর বাঙালি ‘হেনস্থা’ ইস্যুতে বিশেষ অধিবেশনে উত্তাল হয়ে ওঠে রাজ্য বিধানসভা। শাসক ও বিরোধী বিধায়কদের তর্জায় বেনজির সংঘাতের আবহ তৈরি হয়। স্লোগান-পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, ধস্তাধস্তি চলে। মাত্র দু’ঘণ্টার মধ্যে সাসপেন্ড হন ৫ জন বিজেপি বিধায়ক। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও নিলম্বিত হন। ওই রাতের দিকে অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সিটি স্ক্যানে মাইল্ড ব্রেন স্ট্রোক ধরা পড়ে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ঝুঁকির কিছু নেই। পদ্ম শিবিরের অভিযোগ, বিধানসভার অশান্তির জেরেই অগ্নিমিত্রা অসুস্থ হয়ে পড়েছেন। সরকারপক্ষের দিকেই তাঁদের নিশানা।

যদিও এই প্রথম নয়, দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে অসুস্থ অগ্নিমিত্রা। গত ২১ আগস্ট অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অগ্নিমিত্রা (Agnimitra Paul)। নিউমোনিয়া ধরা পড়ে তাঁর। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে, আট দিন তাঁকে হাসপাতালে থাকতে হয়। গত ২৮ আগস্ট তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। বিশ্রাম ও বিধিনিষেধের মধ্যে থাকতে বলা হয়েছিল তাঁকে। অসুস্থতা সত্ত্বেও নাগাড়ে রাজনৈতিক কর্মসূচিতে দেখা যাচ্ছিল তাঁকে। আরজি করের নির্যাতিতার বাবা-মার বকলমে বিজেপির ডাকা নবান্ন অভিযানেও তিনি ছিলেন।

শমীক ভট্টাচার্য বঙ্গ বিজেপির সভাপতি হয়েছেন সম্প্রতি। কিছুদিন আগেই অগ্নিমিত্রা দলের বঙ্গ শাখার সভানেত্রী হতে পারেন বলে রব উঠেছিল, যদিও তিনি তা হননি। অন্যতম সম্পাদক করে তাঁকে ফেলে রেখেছে বিজেপি।

বঙ্গ বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, দলের সংগঠনে টালমাটাল অবস্থা চলছে। অস্থির পরিস্থিতির মধ্যে আছেন অগ্নিমিত্রা। দলে তিনি শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিতি। বিজেপির অন্দরে নব্যদের প্রভাব কমছে। সংঘ দলবদলুদের চাইছে না। সদ্য বঙ্গ বিজেপিতে সাংগঠনিক রদবদল হতে পারে বলে খবর। বিজেপির অভ্যন্তরীণ খবর, অগ্নিমিত্রা হয়ত আর কোনও সাংগঠনিক দায়িত্ব পাবেন না। আসন্ন বিধানসভা নির্বাচনে অগ্নিমিত্রা আদৌ কি টিকিট পাবেন? সে প্রশ্নও উঠছে। এই পরিস্থিতিতে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিত থাকতে মরিয়া অগ্নিমিত্রা, একের পর এক দলের কর্মসূচিতে যোগ দিচ্ছেন। রয়েছে চাপা চাপ ও অস্থিরতা। ভুগছেন পদ তথা দলের মধ্যে প্রাসঙ্গিকতা হারানোর অনিশ্চয়তায়! সব মিলিয়ে বার বার শারীরিক অসুস্থতায় ভুগছেন বিজেপি বিধায়ক তথা রাজ্য বিজেপির অন্যতম মহিলা মুখ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen