মোহনবাগানের হতাশার রাত! এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র প্রথম ম্যাচে হার ১-০ গোলে

September 16, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.২০: সল্টলেক স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ সি-র প্রথম ম্যাচে হতাশাজনক হার দিয়ে শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিল তুর্কমেনিস্তানের আহাল এফকে।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই সতর্কভাবে খেললেও আহাল একবার পোস্টে বল লাগিয়ে মোহনবাগানকে ভয় ধরিয়েছিল। বিরতির আগে গোল না হলেও দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে ম্যাচে গতি আসে। ৬৩ মিনিটে আহালের খেলোয়াড় আনায়েভ চোট পেয়ে মাঠ ছাড়লেও ৭৯ মিনিটে বদলি হিসেবে নামা গুরবানবেরদিয়েভ এবং আনায়েভ মিলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ৮৩ মিনিটে গুরবানবেরদিয়েভের দুর্দান্ত পাস থেকে আনায়েভ গোল করে আহালকে এগিয়ে দেন।

শেষ মুহূর্তে সাহাল এবং রবিনহো সুযোগ তৈরি করলেও সমতা ফেরাতে ব্যর্থ হয় বাগান। ৯০+৫ মিনিটে সেরা সুযোগটি নষ্ট হয় সাহালের পায়ে।

এই হারে গ্রুপ সি-এর প্রথম ম্যাচেই শূন্য হাতে মাঠ ছাড়তে হলো মোলিনার দলকে। পরের ম্যাচে ফিরে আসার জন্য এখন আরও বেশি লড়াই করতে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর এই জয় আহালকে টুর্নামেন্টে বড় আত্মবিশ্বাস এনে দিলেও, হোম ম্যাচে হারের কারণে চাপে পড়ে গেল মোহনবাগান।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen