ভোটের মুখে সংগঠনে বড় রদবদল তৃণমূলের, ভরতপুর ও রানাঘাটে নেতৃত্বে একঝাঁক নতুন মুখ

December 24, 2025 | 2 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪৫: ভোটের বাদ্যি বাজার আগেই ঘর গোছাতে শুরু করল রাজ্যের শাসকদল। বুধবার সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল করল তৃণমূল কংগ্রেস। এদিনের রদবদলে বিশেষ নজর দেওয়া হয়েছে মুর্শিদাবাদের ভরতপুরের (Bharatpur) ওপর। ভরতপুরের দুটি ব্লক এবং নদীয়ার (Nadia) রানাঘাটে সংগঠন ঢেলে সাজানো হয়েছে। মূল সংগঠনের পাশাপাশি যুব, মহিলা এবং শ্রমিক সংগঠনেও (INTTUC) একাধিক নতুন মুখকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার তৃণমূলের (TMC) তরফে সমাজমাধ্যমে একটি তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা অনুযায়ী, ভরতপুর ১ নম্বর ব্লকের সাংগঠনিক কাঠামোয় আমূল পরিবর্তন আনা হয়েছে। ১ নম্বর ব্লকের মূল সংগঠনের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম। সহ-সভাপতি বা ভাইস প্রেসিডেন্ট পদে আনা হয়েছে প্রিয়ব্রত ঘোষকে। যুব সংগঠনেও রদবদল ঘটিয়ে নতুন সভাপতি করা হয়েছে মহম্মদ রানাকে এবং সহ-সভাপতি হয়েছেন তুহিন ঘোষ। পাশাপাশি, এই ব্লকের মহিলা সংগঠনের সভানেত্রী হয়েছেন নাজমা সুলতানা এবং আইএনটিটিইউসি-র সভাপতির দায়িত্ব পেয়েছেন আবদুল বারি।

একইভাবে ভরতপুর ২ নম্বর ব্লকেও বড় পরিবর্তন এনেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এই ব্লকের মূল সংগঠনের সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে মুসতাফিজুর রহমান ওরফে সুমনকে। যুব সংগঠনের নতুন সভাপতি হয়েছেন কাজী নাজির হোসেন। মহিলা সংগঠনের দায়িত্ব সামলাবেন সহিবালোহার মাজি। অন্যদিকে, এই ব্লকের শ্রমিক সংগঠনের (INTTUC) নতুন সভাপতি হিসেবে রাজু চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে।

মুর্শিদাবাদের (Murshidabad) পাশাপাশি নদীয়ার রানাঘাটেও সংগঠনের রাশ শক্ত করতে পদক্ষেপ নিয়েছে দল। রানাঘাট ২ নম্বর ব্লকের মূল সংগঠনের সভাপতি করা হয়েছে সুবীর ধরকে। এছাড়া সাংগঠনিক জেলা স্তরেও রদবদল হয়েছে। রানাঘাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পদের দায়িত্ব দেওয়া হয়েছে রূপঙ্কর বন্দ্যোপাধ্যায়কে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen