Ahmedabad Plane Crash : প্রাথমিক রিপোর্টে “পাইলটের উপর দোষ চাপানো দুর্ভাগ্যজনক”, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২৩: আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তে পাইলটকে দোষী করার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। সোমবার মামলার শুনানিতে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চ মন্তব্য করে, “পাইলটের উপর দোষ চাপানো দুর্ভাগ্যজনক” এবং কেন্দ্রীয় সরকার ও ডিজিসিএ-কে নোটিস পাঠিয়ে তাদের মতামত জানতে চাওয়া হয়েছে। বিচারপতিরা বলেন, ‘’পাইলটদের ত্রুটি’র দিকে ইঙ্গিত করা দুর্ভাগ্যজনক ও দায়িত্বজ্ঞানহীন। আগামীকাল যদি কোনও পাইলটের দিকে আঙুল তোলা হয় তবে তাঁর পরিবার সমস্যায় পড়বেন। এরপর চূড়ান্ত রিপোর্টে যদি দেখা যায় তাঁদের তরফে কোনও ত্রুটি নেই? তখন কী হবে।”
১২ জুলাই, আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিমানটি নিয়ন্ত্রণ হারায় এবং বি.জে মেডিকেল কলেজের হোস্টেল ভবনে ধাক্কা মারে। দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। হোস্টেল ভবনে থাকা স্থানীয় বাসিন্দা ও মেডিকেল শিক্ষার্থীদের মৃত্যুর ফলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেড়ে যায়।
বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর (AAIB) প্রাথমিক প্রতিবেদনে দাবি করা হয়, জ্বালানি কাটঅফ সুইচ ‘রান’ থেকে ‘কাটঅফ’-এ পরিবর্তন করায় দুর্ঘটনা ঘটে। এতে পাইলট সুমিত সাবরওয়ালের ভুলকে দায়ী করা হয়। এই প্রতিবেদনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আদালত মন্তব্য করে, “প্রতিবেদনটি দায়িত্বজ্ঞানহীন।”
মৃত পাইলট সুমিত সাবরওয়ালের বাবা পুষ্করাজ সাবরওয়াল AAIB-এর প্রতিবেদনের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি কেন্দ্রকে চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেন যে তার ছেলেকেই একতরফাভাবে দোষী করা হচ্ছে। চিঠিতে তিনি বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত আত্মহত্যার তত্ত্ব নিয়েও আপত্তি জানান এবং একটি নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন। বিচারপতিরা জোর দিয়ে বলেন, এমন সংবেদনশীল বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি।