Ahmedabad Plane Crash: বিমান দুর্ঘটনার তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়ল Civil Aviation মন্ত্রকে

এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো; আজ, মঙ্গলবার দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা দিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে।

July 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩১: আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার এআই-১৭১ বিমান দুর্ঘটনার ভয়াবহতায় কেঁপে উঠেছিল গোটা দেশ। দুর্ঘটনার কারণ খুঁজতে বিমানের ব্ল্যাক বক্সের শরণাপন্ন হয়েছিলেন তদন্তকারীরা। এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো; আজ, মঙ্গলবার দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা দিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে সংগৃহীত তথ্যের মূল্যায়নের উপর ভিত্তি করে রিপোর্ট তৈরি করেছে তদন্তকারীরা।

কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন দপ্তরে প্রাথমিক রিপোর্টটি জমা পড়লেও এখনই তা প্রকাশ্যে আনা হচ্ছে না বলে জানা যাচ্ছে। খবর মিলেছে, এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর রিপোর্টটি চলতি সপ্তাহের শেষে প্রকাশ্যে আনা হবে। ওয়াকিবহাল মহলের মতে, এই রিপোর্ট থেকে দুর্ঘটনার কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।

প্রসঙ্গত, ১২ জুন, মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের ক্যান্টিনের উপর ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমানটি। বিমানে থাকা একজন ছাড়া সকলেরই মৃত্যু হয়। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়ানের জন্য যথেষ্ট নিরাপদ বলে পরিচিত। ২০১১ সাল থেকে যাত্রা শুরুর পর এই ধরনের বিমান আহমেদাবাদের সাম্প্রতিক ঘটনা ছাড়া কোথাও কোনও দুর্ঘটনার কবলে পড়েনি। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা। কী রয়েছে ব্ল্যাক বক্সে? উত্তর পেয়েছেন তদন্তকারীরা? জবাব মিলবে রিপোর্টে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen