(AIIMS) Kalyani-র সমাবর্তন, দক্ষিণেশ্বরে পুজো – এক নজরে রাষ্ট্রপতির বঙ্গসফর

বঙ্গ সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার, এইমস কল্যাণীর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি।

July 31, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪২: বঙ্গ সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার, এইমস কল্যাণীর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ভাষণে উঠে এল কল্যাণীর ইতিহাস, বিধানচন্দ্র রায় ও সহ বাংলার মনীষীদের প্রসঙ্গ। এমবিবিএস উত্তীর্ণ চিকিৎসকদের শুভেচ্ছা ও উৎসাহ জানান তিনি। প্রথম এমবিবিএস ব্যাচের ৪৮ জন চিকিৎসক পড়ুয়া এবং ৯ জন পিডিসিসি স্কলারকে সংবর্ধিত করা হয়। প্রথম তিন স্থানাধিকারীকে পদক তুলে দেন রাষ্ট্রপতি। ‘সেরা উত্তীর্ণ ছাত্র’ হিসেবে বিশেষ সম্মান পেয়েছেন দ্বিতীয় স্থানাধিকারী কলরব মুখোপাধ্যায়।

২০১৯ সালে পথ চলা শুরু করে এইমস কল্যাণী। বুধবার ছিল প্রথম সমাবর্তন। রাষ্ট্রপতি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর ও স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী প্রতাপরাও গণপতরাও যাদব। রাজ্য সরকারের তরফে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

বক্তব্যে বিধানচন্দ্র রায়, বাঘাযতীন, দীনবন্ধু মিত্রের মতো বিশিষ্ট বাঙালিদের স্মরণ করেন রাষ্ট্রপতি। সমাবর্তন শেষে রাষ্ট্রপতি দক্ষিণেশ্বর মন্দিরে যান। সেখানে তিনি মা ভবতারিণীর পুজো দেন, ধুপ-আরতি করেন। উল্লেখ্য, ১৯৫২ সালে দেশের তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের পর দ্বিতীয় কোনও রাষ্ট্রপতি দক্ষিণেশ্বরে এলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen