চাকদহে চালু হচ্ছে AIIMS-এর গ্রামীন প্রশিক্ষণ এবং চিকিৎসা কেন্দ্র

মুখ্যমন্ত্রীর নির্দেশে, কোভিড আবহে করোনা আক্রান্ত মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রশাসনকে এবং জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছিলেন।

June 27, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

নদিয়ার চাকদহে খুব শিগগিরই চালু হচ্ছে AIIMS -এর গ্রামীন প্রশিক্ষণ এবং চিকিৎসা কেন্দ্র। পরিদর্শন করলেন বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি। নদিয়ার চাকদহ ব্লকের শিলিন্দা ২নং গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর উপ-স্বাস্থ‍্যকেন্দ্রে কল‍্যাণীর AlIMS -র গ্রামীন স্বাস্থ‍্য প্রশিক্ষণ এবং চিকিৎসা কেন্দ্র তৈরি হচ্ছে। পরিদর্শন করলেন, চাকদহের বিডিও এবং চাকদহ পঞ্চায়েত সমিতির সভাপতি। মুখ্যমন্ত্রীর নির্দেশে, কোভিড আবহে করোনা আক্রান্ত মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রশাসনকে এবং জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছিলেন।

সেই মোতাবেক বিডিও এবং সভাপতি র তৎপরতায় প্রান্তিক দুঃস্থ মানুষদের চিকিৎসার জন‍্য অকুস্থলে উপ- স্বাস্থ‍্যকেন্দ্রে AIIMS -এর গ্রামীন প্রশিক্ষণ এবং চিকিৎসা কেন্দ্র তৈরী হচ্ছে। খুব শিগগিরই চালু হতে চলেছে এই হাসপাতাল। মুখ‍্যমন্ত্রীর নির্দেশে এই মূহুর্তে বিডিও-র তৎপরতায়,করোনা রোগীদের চিকিৎসার জন‍্য যুদ্বকালীন গতিতে কাজ চলছে।ইতিমধ‍্যে তৈরি হচ্ছে চাকদহ পঞ্চায়েত সমিতির অর্থানুকূল‍্যে হাসপাতালের সেড ও নতুন বিল্ডিং।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen