লক্ষ্য ওষুধের গুণমান বজায় রাখা, ১৬ দফা নির্দেশিকা জারি রাজ্যের

May 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৯:০০: ওষুধের গুণমান বজায় রাখার লক্ষ্যে ১৬দফা নির্দেশিকা জারি করল রাজ্য। রাজ্যের নির্দেশিকা মানতে নানা পরিকল্পনা নিয়েছে জেলা স্বাস্থ্যদপ্তর। জানা গিয়েছে, জেলার বিভিন্ন সরকারি স্টোরে পরিদর্শন শুরু করবেন আধিকারিকরা। মেয়াদ উত্তীর্ণ ওষুধ মিললে, তা দ্রুত নষ্ট করবে স্বাস্থ্যদপ্তর। বিভিন্ন বেসরকারি দোকানেও পরিদর্শন করা হবে। বেসরকারি দোকান মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করলে কড়া পদক্ষেপ করা হবে।

সাম্প্রতিক অতীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সরবরাহের অভিযোগ এসেছে বহুবার। সেই কথা মাথায় রেখে বিশেষ নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্যদপ্তর। নির্দেশিকায় বলা হয়েছে, মাতৃত্বকালীন সময়ে ব্যবহৃত ওষুধের উপর বিশেষ জোর দিতে হবে। ব্যবহৃত ওষুধের গুণমান নিশ্চিত করতে নিয়মিত পরীক্ষা করতে হবে।

স্টোর ইন-চার্জ সমস্ত ওষুধের যথাযথ সংরক্ষণের জন্য দায়ী থাকবেন। তাপমাত্রা সংবেদনশীল ওষুধের ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিতে হবে। প্রতিটি ওষুধ ব্যবহারের আগে পরীক্ষা করে দেখতে হবে। রোগীদের জন্য ই-প্রেসক্রিপশন সিস্টেম, অনলাইনে ওষুধ বিতরণ ও অনলাইন ইস্যু-ভাউচার তৈরি বাধ্যতামূলক হবে। বেসরকারি হাসপাতাল, ফার্মেসি ও দোকানগুলিতে পরিদর্শন ও ওষুধের গুণমান পরীক্ষা করতে হবে। হাসপাতাল প্রশাসনকে নিয়মিতভাবে প্রেসক্রিপশন অডিট বাধ্যতামূলকভাবে গ্রহণ করা সহ একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen