লড়াই শেষ, হার মানলেন ক্যানসারজয়ী অভিনেত্রী ঐন্দ্রিলা

আর বাড়ি ফেরা হল না ঐন্দ্রিলা শর্মার

November 20, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আর বাড়ি ফেরা হল না ঐন্দ্রিলা শর্মার। যাবতীয় প্রার্থনা, অনুরাগীদের ভালবাসা, সব্যসাচীর প্রেম হেরে গেল মৃত্যুর কাছে। রবিবারের দুপুরে দিকশূন্যপুরে পাড়ি দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গত ১ নভেম্বর হঠাৎই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা। দ্রুত হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ক্যানসারজয়ী অভিনেত্রীকে ভর্তি করানো হয়েছিল। এরপরই কোমায় চলে যান তিনি। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় তাঁকে। সমাজ মাধ্যমজুড়ে তাঁর আরোগ্য কামনা করা হয়। সহকর্মী থেকে অনুরাগীরা, সকলেই তাঁর বাড়ি ফেরার আশায় দিন গুনছিলেন। প্রায় দুই সপ্তাহের বেশি সময় লড়াই চালাচ্ছিলেন দুবার ক্যানসার জয় করে আসা অভিনেত্রী। অস্ত্রোপচারও হয়েছিল তাঁর।

গত মঙ্গলবার তাঁর স্ক্যান রিপোর্টে ধরা পড়ে, নতুন করে রক্ত জমাট বেঁধেছে অভিনেত্রীর মাথায়। চিন্তা বাড়িয়ে দেয় চিকিৎসকদের। ওষুধ দিয়েই চিকিৎসা করা হচ্ছিল। কিন্তু বারবার হৃদরোগে আক্রান্ত হতে শুরু করেন ঐন্দ্রিলা। সিপিআর দিয়ে ফিরিয়ে আনা হয় অভিনেত্রীকে। শনিবার সন্ধেবেলা আবার হার্ট অ্যাটাক হয়। রাতে পরপর হার্ট অ্যাটাক হয়। হাসপাতাল সূত্রে খবর, শনিবার রাতে পরপর দশবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি। চিকিৎসকেরা চেষ্টা চালাচ্ছিলেন। দু-বার মারণরোগকে হারিয়ে ফিরলেও, এবার আর পারলেন না ঐন্দ্রিলা।

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার আকস্মিক মৃত্যুতে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen