Air India: ভারতেই চলছে AI-171 দুর্ঘটনার তদন্ত, শেষ দেহটিও শনাক্ত DNA পরীক্ষায়

June 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৬:০০: নতুন দিল্লীর বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর (AAIB) ল্যাবেই সম্পূর্ণভাবে তদন্ত চলছে এয়ার ইন্ডিয়া (Air India) ফ্লাইট AI-171-এর ভয়াবহ দুর্ঘটনার। এই মাসের শুরুতে আহমেদাবাদে ভেঙে পড়া ওই বিমানের ব্ল্যাক বক্স (black box) থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করতে কাজ চালাচ্ছেন বিশেষজ্ঞরা।

বিমান পরিবহণ মন্ত্রকের (Ministry of Civil Aviation) তথ্য অনুযায়ী, ২৫শে জুন সফলভাবে ব্ল্যাক বক্সের ক্র্যাশ প্রটেকশন মডিউল (CPM) থেকে মেমোরি মডিউল বের করে ডেটা ডাউনলোড করা হয়েছে দিল্লির AAIB ল্যাবে। একটি “গোল্ডেন চ্যাসি” (golden chassis) – যা এক ধরণের অনুরূপ ব্ল্যাক বক্স – ব্যবহার করে নিশ্চিত করা হয়েছে, ডেটা সঠিকভাবে পুনরুদ্ধার সম্ভব কী না।

দুটি ব্ল্যাক বক্সের একটি ১৩ই জুন দুর্ঘটনাস্থলের একটি বাড়ির ছাদ থেকে উদ্ধার হয়, অন্যটি মেলে ১৬ই জুন ধ্বংসাবশেষের মধ্যে।

এদিকে দুর্ঘটনার প্রায় আড়াই সপ্তাহ পর, DNA পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয়েছে শেষ নিখোঁজ যাত্রীর দেহ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, DNA ম্যাচ করে শুক্রবার নির্দিষ্ট করা সম্ভব হয়েছে ওই ব্যক্তির পরিচয়। এরপর মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারকে।

এই ভয়াবহ দুর্ঘটনায় মোট ২৬০ জন প্রাণ হারিয়েছেন – এর মধ্যে ২৪১ জন ছিলেন বিমানের যাত্রী ও ক্রু এবং ১৯ জন দুর্ঘটনার সময় মাটিতে ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen