একই ছবি বারবার! এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যান্ত্রিক সমস্যা, প্রশ্ন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে

হায়দরাবাদ থেকে থাইল্যানডের ফুফকেটের উদ্দেশে একটি বিমান রওনা দেয়। তারপর সেই বিমান আকাশে প্রায় ১৬ মিনিট চক্কর খাওয়ার পরে ফের একবার হায়দরাবাদ বিমানবন্দরেই ফিরে আসে।

July 19, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রতিনিধিমূলক ছবি (সৌজন্যে: Air India)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০: আবারও এয়ার ইন্ডিয়ায়র (Air India)বিমানে দেখা দিলো যান্ত্রিক গোলযোগ। ‘ফ্লাইটরেডার২৪’ বিমান পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী শনিবার সকাল ৬টা বেজে ৪০ মিনিট নাগাদ হায়দরাবাদ (Hydrabad) থেকে থাইল্যানডের (Thailand ) ফুফকেটের (Phuket) উদ্দেশে একটি বিমান রওনা দেয়। তারপর সেই বিমান আকাশে প্রায় ১৬ মিনিট চক্কর খাওয়ার পরে ফের একবার হায়দরাবাদ বিমানবন্দরেই ফিরে আসে। ওই বিমানে ছিল ১৬০ জন যাত্রী সহ একাধিক বিমান চালক ও বিমান সেবক ও সেবিকারা।

এই সমস্যার পরে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেন, মূলত যান্ত্রিক গোলযোগের কারণেই এই সমস্যা দেখা গিয়েছে। সাধারণ মানুষের কথা চিন্তা করেই এই বিমান আবার হায়দরাবাদে ফিরে এসেছে। ওই যাত্রীদের জন্য তৎক্ষণাৎ অন্য বিমানের ব্যবস্থা করা হয়েছে। এবং সকলের সব রকমভাবে খেয়াল রাখা হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।গত বুধবারও সেই একই চিত্র ধরা পড়ে দুবাইগামী এয়ার ইন্ডিয়া বিমানেও। 

সম্প্রতিকালে এই এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার একাধিক বিমানে সমস্যা দেখা দিচ্ছে। আমেদাবাদের সেই মর্মান্তিক দুর্ঘটনা এখনও সবার কাছে তাজা। সেই ঘটনায় প্রাণ গিয়েছিল ২৬০ মানুষের। সেই বিমান দুর্ঘটনার সঠিক কারণ এখনও অজানা। এখনও তদন্ত চলছে, তবে বারবার এই এক ঘটনা সাধারণ মানুষের মনে যে প্রভাব ফেলছে তা আর বলার অপেক্ষা রাখে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen