যান্ত্রিক ত্রুটি! কোচিতে Air India Express-র বিমানের জরুরি অবতরণ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২০: যান্ত্রিক ত্রুটির জেরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের জরুরি অবতরণ। আজ, বৃহস্পতিবার সকাল ৯টা ৭ মিনিটে কোচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। অবতরণের পর বিমানটি পরীক্ষা করেন বিমানবন্দরের কর্মীরা। বিমানের ডান দিকের ‘ল্যান্ডিং গিয়ার’ এবং টায়ারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
বিমানে ১৬০ জন যাত্রী ছিলেন। বিমানটি সৌদি আরবের জেড্ডা থেকে কেরলের কোঝিকোড় বিমানবন্দরে যাচ্ছিল। যাত্রীরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে খবর। মাঝ-আকাশে যান্ত্রিক ত্রুটির বিষয়টি আন্দাজ করেন বিমানচালক। তিনিই ঝুঁকি না-নেওয়ার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার সকালে তড়িঘড়ি কোচিতে বিমানটির জরুরি অবতরণ করানো হয়।
জানা গিয়েছে, যাত্রীদের বিকল্প বিমানে কোঝিকোড়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। যাঁদের ক্ষেত্রে একান্ত তা সম্ভব হয়নি, তাঁদের কোচি বিমানবন্দরে অস্থায়ীভাবে থাকা-খাওয়ার বন্দোবস্ত করা হবে বলেও জানানো হয়েছে বিমান সংস্থার তরফে।