কালীপুজো-দিওয়ালিতে কলকাতার বায়ুদূষণ নিয়ন্ত্রণে কন্ট্রোলরুম, রাজ্যজুড়ে চলছে নজরদারি

October 20, 2025 | < 1 min read
Published by: Manas Modak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:১০: কালীপুজো ও দীপাবলির উৎসবের আবহে রাজ্যজুড়ে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সক্রিয় হয়েছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (West Bengal Pollution Control Board)। উৎসবের সময় যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে, তার জন্য চালু করা হয়েছে বিশেষ কন্ট্রোলরুম। এই কন্ট্রোলরুমের নম্বর 18002353390 এবং 22023057। যেখানে সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারেন।

কলকাতায় দূষণের মাত্রা তুলনামূলকভাবে এখনও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। শহরের বাতাসের মান ‘নিরাপদ’ তালিকায় থাকলেও, উত্তুরে হাওয়ার কারণে অন্যান্য রাজ্যের দূষণ পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, যা দূষণের মাত্রা বাড়িয়ে দিতে পারে।

পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানিয়েছেন, “আমরা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। দিল্লি ও মুম্বইয়ের মতো শহরে দূষণের মাত্রা অনেক বেশি হলেও, কলকাতায় নাগরিকরা আমাদের আবেদনে সাড়া দিচ্ছেন, এটাই ইতিবাচক।”

এদিকে, কলকাতা পুলিশ ও রাজ্য প্রশাসন কালীপুজো ও দীপাবলির সময় শুধুমাত্র ‘সবুজ বাজি’ ব্যবহারের অনুমতি দিয়েছে। নির্ধারিত সময়ের বাইরে বাজি ফাটানো নিষিদ্ধ এবং ফানুস ও শব্দবাজি পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen