আকাশছোঁয়া কলকাতায় আসার বিমান টিকিটের মূল্য! কালীপুজোয় বাড়ি ফিরবে না বাঙালি?

October 17, 2025 | 2 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২৭: কালীপুজো, দীপাবলিতে বাড়ি ফিরবে না বাঙালি? উৎসবের মরশুমে ঘরের ছেলেরা, দূরে পড়ে থাকবে? কালীপুজোর প্রাক্কালে কলকাতায় আসার বিমান টিকিটের (Flight Ticket Fare) মূল্য যেখানে পৌঁছেছে, তাতে হাত ছোঁয়াতে ভয় পাচ্ছে আম জনতা। মুম্বই থেকে কলকাতা আসতে টিকিটের মূল্য পড়ত সাত থেকে আট হাজার, বুধবার তার দর হয়েছে ২৭ হাজার টাকা। বেঙ্গালুরু, দিল্লি থেকেও কলকাতায় আসার বিমান টিকিটের দাম আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে। ইকনমি ক্লাসের পাশাপাশি বিজনেস ক্লাসের টিকিটের দামও বেড়েছে। উৎসবের মরশুমে বাড়ি ফিরতে বাধ্য হয়ে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।

 

অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ ছিল, উৎসবের সময় কোনওভাবেই যেন বিমানের ভাড়া আম জনতার সাধ্যের বাইরে না চলে যায়। চাহিদা অনুযায়ী বিভিন্ন বিমান সংস্থাকে উড়ানের সংখ্যা বৃদ্ধি করতে বলা হয়েছিল। কিন্তু বাস্তবে কোনওটাই মানা হয়নি। ফলে দর বাড়ছে টিকিটের।

 

২০ অক্টোবর কালীপুজো। তার আগে সপ্তাহান্তের ছুটি, পুজোর পর ভাইফোঁটা। বাইরে থেকে অনেকেই কলকাতায় ফিরছেন। এই আবহে বাড়ছে টিকিটের মূল্য। মুম্বই থেকে কলকাতায় আসার ইকনমি ক্লাসের বিমানভাড়া ২৭ হাজারের কাছাকাছি। অন্যান্য সময়ে গড়ে এই টিকিটের দাম থাকে সাত থেকে আট হাজার। বিজনেস ক্লাসে কলকাতায় ফিরতে ৩০ থেকে ৩৫ হাজার টাকা লাগে। এখন তার দর ৭০ হাজার ছাড়িয়ে গিয়েছে!

 

বেঙ্গালুরু থেকে বিমানে কলকাতায় আসতে সাত থেকে আট হাজার টাকা খরচ হয়। এখন সেই টিকিটের দাম সাড়ে ১৫ হাজার টাকা। শনিবারের টিকিটের মূল্য সাড়ে ১৮ হাজার টাকা। দিল্লি থেকে কলকাতায় আসার টিকিটের দাম ১৫ হাজার হয়ে গিয়েছে। হায়দ্রাবাদ থেকে কলকাতায় আসার ভাড়া ১৮ হাজারের খুশি হয়ে গিয়েছি। যদিও কলকাতা থেকে যাওয়ার বিমানভাড়া আগের মতোই রয়েছে। প্রশ্ন উঠছে, কেন ডিজিসিএ-র নির্দেশিকার পরও কেন দর সাধ্যের মধ্যে রাখা গেল না?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen