পানামা পেপার কাণ্ড: ঐশ্বর্য রাই বচ্চনকে নোটিস পাঠালো ইডি

সূত্রের খবর, ইতিমধ্যেই প্রশ্নের তালিকা তৈরি করে ফেলেছেন ইডি আধিকারিকরা। প্রসঙ্গত, পানামা পেপারস মামলায় ভারতের প্রায় ৫০০ জন ভারতীয়র নাম জড়িয়েছে।

December 20, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

পানামা পেপার্স মামলায় বচ্চন পরিবারের ঝামেলা যেন বেড়েই চলেছে। এবার পানামা পেপার্স মামলায় ঐশ্বর্য রাই বচ্চনকে সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার দিল্লির লোকনায়ক ভবনে ইডি-র (ED)সামনে হাজির হবেন বলিউড অভিনেতা ঐশ্বর্য রাই বচ্চন।

সূত্রের খবর, ইতিমধ্যেই প্রশ্নের তালিকা তৈরি করে ফেলেছেন ইডি আধিকারিকরা। প্রসঙ্গত, পানামা পেপারস মামলায় ভারতের প্রায় ৫০০ জন ভারতীয়র নাম জড়িয়েছে। তাদের মধ্যে অভিনেতা, ক্রীড়াবিদ, ব্যবসায়ী সমস্ত বিশিষ্টজনের নাম রয়েছে। প্রত্যেকের বিরুদ্ধেই কর ফাঁকির অভিযোগ রয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই শুল্ক দফতরের আধিকারিকরা তদন্ত শুরু করেছেন।

পানামা পেপার্স ফাঁস মামলায় বচ্চন পরিবারের নামও উঠে এসেছে। ইডি এই মামলায় অর্থ পাচারের মামলাও নথিভুক্ত করেছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এইচআইইউ বিষয়টি তদন্ত করছে। প্রসঙ্গত, অভিষেক বচ্চনও মাসখানেক আগে এই মামলায় জড়িত থাকার অভিযোগে জড়িয়েছেন। এক মাস আগে, অভিষেক বচ্চনও ইডি অফিসে পৌঁছেছিলেন। ইডি আধিকারিকদের কাছে কিছু নথিও হস্তান্তর করেছে। ইডি সূত্রের খবর, খুব শীঘ্রই নাকি অমিতাভ বচ্চনকেও এই মামলায় ইডি নোটিস দিতে চলেছে তারা।

দীর্ঘদিন ধরেই চলছে পানামা পেপার্স মামলা। তদন্তে দেশের অনেক বড় ব্যক্তিত্বদেরও তলব করেছে ইডি আধিকারিকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen