কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন, রাজ্য সরকারের বাণিজ্য সম্মেলন, আজ নজর কোন কোন খবরে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: *কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন*
আজ থেকে শুরু হচ্ছে বড়দিনের উৎসব, কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল। আজ পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই আলোয় সেজে উঠবে পার্ক স্ট্রিট।
*বাণিজ্য সম্মেলন*
আজ রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত বাণিজ্য সম্মেলনের আসর বসছে। ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত হচ্ছে এই একদিনের বাণিজ্য সম্মেলন। আজ দেশ-বিদেশের শিল্পপতি, বণিকমহলের প্রতিনিধিরা উপস্থিতি থাকবেন। সম্মেলন থেকে বাংলার জন্য প্রস্তাবিত লগ্নি, বিনিয়োগ সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
*যুবভারতী কাণ্ডের তদন্ত*
যুবভারতী কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। বুধবার ফরেন্সিক দল যুবভারতীতে গিয়ে অনুসন্ধান চালিয়েছে। স্টেডিয়ামের ভাঙা জায়গা এবং একাধিক অংশের ছবি তুলেছেন ফরেন্সিক দলের সদস্যেরা। বুধবার স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ।
*খসড়া ভোটার তালিকা পরবর্তী পরিস্থিতি*
মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। জেলায় জেলায় ভুলত্রুটির অভিযোগ উঠতে শুরু করেছে। অভিযোগ, জীবিত ভোটার কোথাও কোথাও ‘মৃত’ হয়ে গিয়েছেন, আবার কোথাও জীবিতদের ‘নিখোঁজ’ দেখানো হয়েছে। শোনা যাচ্ছে, আজ থেকেই নোটিশ পাঠাতে শুরু করবে কমিশন। সেই সংক্রান্ত সব খবরের দিকে নজর থাকবে।
*কেমন থাকবে শীতের দাপট
আগামী পাঁচ-সাত দিন কড়া ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। সকালের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে। সকালের দিকে কুয়াশা থাকতে পারে জেলাগুলিতে।