আলিপুরদুয়ারে অভিষেক, খড়দহে শমীক, SIR শুনানি, বিজয় হজারে ট্রফির খেলায় নজরে শুভমন-সামি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮.০০: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুর একটায় আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগানের মাঠে সভা করবেন অভিষেক। ২ জানুয়ারি থেকেই শুরু হয়েছে অভিষেকের ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচি। এই কর্মসূচির দ্বিতীয় দিনে নজর উত্তরবঙ্গে।
নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে বিজেপিও। শনিবার উত্তর ২৪ পরগনার জেলার খড়দহে একটি সভায় উপস্থিত থাকবেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। বিকেল চারটে নাগাদ শুরু হবে এই সভা। ময়দানে নেমে পড়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। শনিবার খড়্গপুরে একটি পথসভায় উপস্থিত থাকবেন দিলীপ।
বিজয় হজারে ট্রফিতে আজ পঞ্চম রাউন্ডের ম্যাচ। সকলের নজর থাকবে শুভমন গিলের দিকে। তিনি পাঞ্জাবের হয়ে খেলতে নামবেন। সিকিমের বিরুদ্ধে জয়পুরে ম্যাচ রয়েছে পাঞ্জাবের। ম্যাচটি শুরু হবে সকাল ৯টা থেকে। ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়কের থেকে বড় ইনিংসের আশা করছেন তাঁর ভক্তরা। এলিট এবং প্লেট গ্রুপ মিলিয়ে মোট ১৯টি খেলা। গত ম্যাচের মতো আজও খেলার কথা ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালের। এলিট গ্রুপের ১৬টি ও প্লেট গ্রুপের তিনটি ম্যাচ শুরু সকাল ৯টা থেকে। এর মধ্যে রয়েছে বাংলার খেলাও। মহম্মদ শামিদের খেলতে হবে অসমের বিরুদ্ধে।
ভোটার শুনানিতে জেলায় জেলায় অব্যবস্থার অভিযোগ উঠছে। শুক্রবারও এসআইআরের ‘আতঙ্কে’ মৃত্যুর অভিযোগ প্রকাশ্যে এসেছে। শুধু তা-ই নয়, শুনানিতে হয়রানির অভিযোগও তুলেছেন অনেকে। অসুস্থ অবস্থায়, এমনকি অ্যাম্বুল্যান্সে করেও শুনানির জন্য যেতে দেখা যায়। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। রাজ্যে শুনানি ঘিরে কী পরিস্থিতি থাকে, সে দিকে নজর থাকবে সারাদিন।
ইন্দোরে ‘বিষাক্ত’ জল পান করে মৃত্যু হয়েছে ১০ জনের। পানীয় জল থেকে মিলেছে ব্যাকটেরিয়া। পুর প্রশাসনের উপরে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই এই ঘটনায় ইন্দোর পুরসভার দুই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। পুরসভার কমিশনারকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার তদন্তে নজর থাকবে।